লালমনিরহাটের পাটগ্রামে পুকুরে গোসল করতে গিয়ে রাসেল হোসেন (১৮) নামে এক কলেজছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (০৬ সেপ্টেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে।
রাসেল পার্শ্ববর্তী হাতীবান্ধা উপজেলার আলীমুদ্দিন সরকারি কলেজ থেকে এ বছর এইচএসসি পাস করেছে। তার বাবার নাম (মৃত) আব্দুর রাজ্জাক। বাড়ি পাটগ্রাম উপজেলার বাউরা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের শফিরহাট হোসনাবাদ এলাকায়।
স্থানীয় সূত্র ও পাটগ্রাম থানা-পুলিশ জানায়, বাড়ির পাশে শফিরহাট হোসনাবাদ ঈদগাঁ মাঠ মাদ্রাসা সংলগ্ন ওই পুকুর থেকে গত প্রায় ৩ বছর আগে খননযন্ত্র দিয়ে বালু তুলে পাশের জমি ভরাট করা হয়। এতে পুকুরটি বেশ গভীর হয়। ঘটনার দিন বেলা সাড়ে টার দিকে কয়েকজন কিশোরসহ পুকুরে গোসল করতে নামে রাসেল।
এ সময় সাঁতার না জানায় হঠাৎ করেই সে পানির নিচে তলিয়ে যায়।
এ সময় সতীর্থ কিশোরদের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে দমকল বাহিনীকে খবর দেয়। প্রায় ৩ ঘণ্টা ধরে স্থানীয়রা এবং দমকল বাহিনীর সদস্য চেষ্টা চালিয়ে মৃত অবস্থায় তাকে উদ্ধার করে। এমন অকাল মৃত্যুতে পরিবার ও এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
এ বিষয়ে বাউরা ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ড সদস্য হাবিবুর রহমান মানিক বলেন, ‘কয়েক বছর আগে বালু উত্তলন করায় পুকুরটি অনেক গভীর হয়েছে। তাছাড়া ছেলেটি (রাসেল) সাঁতার জানতো না। এ কারণে সে পুকুরের পানিতে ডুবে মারা যায়।’
এ ব্যাপারে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ‘পুকুরে ডুবে কলেজছাত্রের মৃত্যুর খবর জেনেছি। ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে।’
সকাল নিউজ/এসএফ