আর মাত্র দুদিন পরেই সংযুক্ত আরব আমিরাতে শুরু হচ্ছে ২০২৫ এশিয়া কাপ। এবারের এশিয়া কাপে বাংলাদেশ চ্যাম্পিয়ন হওয়ার জন্য খেলবে বলে জানিয়েছেন তাসকিন আহমেদ। ধারাবাহিক ভালো পারফরম্যান্স করা ডান-হাতি পেসার তাসকিন সবশেষ চার টি-টোয়েন্টিতে নিয়েছেন ১২ উইকেট।
শুক্রবার কেরানীগঞ্জে এক অনুষ্ঠানে তিনি বলেন, ‘আমাদের সবার লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া। আমরা শুধু অংশগ্রহণ করতে যাচ্ছি না।’ গ্রুপপর্বে হংকংয়ের সঙ্গে রয়েছে দুই শক্তিশালী দল শ্রীলংকা ও আফগানিস্তান।
তাসকিন বলেন, ‘টানা তিনটি সিরিজ জিতেছি আমরা। এই ধারা ধরে রাখতে পারলে, এশিয়া কাপে সবাই নিজের সেরাটা দিতে পারলে ইতিবাচক ফল পাব।’
নিজের জনপ্রিয়তা নিয়ে তিনি বলেন, ‘সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া যে, এই জিনিসটা আমাকে দিয়েছেন। মানুষ আমাকে ভালোবাসেন। আমি ভাগ্যবান। এ কারণে আমার দায়বদ্ধতা বেড়ে যায়।’
টি–টোয়েন্টি ফরম্যাটের এই টুর্নামেন্টের জন্য এরই মধ্যে দল ঘোষণা করেছে অংশগ্রহণকারী ৮ দল। মঙ্গলবার এই টুর্নামেন্টের পর্দা উঠবে এবং বৃহস্পতিবার আবুধাবিতে হংকংয়ের বিপক্ষে অনুষ্ঠিত হবে বাংলাদেশের প্রথম ম্যাচ। এরই মধ্যে সিলেটে নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ জয় দিয়ে প্রস্তুতি সেরেছেন লিটন দাসরা।
টি-টোয়েন্টি ফরম্যাটে চলতি বছরটা ভালোই কাটছে বাংলাদেশের। শ্রীলঙ্কা পাকিস্তানের পর নেদারল্যান্ডসকে হারিয়ে এই সংস্করণে টানা তিন সিরিজ জিতেছে টাইগাররা।
এ বছর এখন পর্যন্ত ১৫টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ৮টিতেই জয়ের দেখা পেয়েছে লাল সবুজের দল। সবমিলিয়ে এশিয়া কাপের আগে তাই বাড়তি আত্নবিশ্বাস পাচ্ছে লিটন দাসের দল।
সকাল নিউজ/এসএফ