স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর তথ্য দেয়। কিন্তু ডেঙ্গু আক্রান্ত হয়েও অনেকে হাসপাতালে ভর্তি হন না। এ কারণে দেশে ঠিক কত মানুষ এ রোগে আক্রান্ত হচ্ছেন সেই তথ্য জানা যায় না।
তবে, সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরো ৩৬৩ জন। এ নিয়ে চলতি বছর মশাবাহিত এ রোগে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৩৩ হাজার ৩০৯ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের বৃহস্পতিবারের বুলেটিনে বলা হয়েছে, গত একদিনে ডেঙ্গু আক্রান্তদের মধ্যে আরও তিন ব্যক্তির মৃত্যু হয়েছে। তাতে এ বছর মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩০ জনে।
গত একদিনে মৃত তিন ব্যক্তিদের মধ্যে দুজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং একজন চট্টগ্রামের বেসরকারি পার্কভিউ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তাদের মধ্যে দুজন নারী একজন পুরুষ। তাদের দুজনের বয়স ৪০ বছর, একজনের বয়স আট বছর।
বাংলাদেশে এ বছর সবচেয়ে বেশি ৪১ জন মানুষ মারা যান জুলাই মাসে। জানুয়ারিতে ১০ জন, ফেব্রুয়ারিতে তিন জন, এপ্রিলে সাত জন, মে মাসে তিন জন, জুন মাসে ১৯ জন, অগাস্ট মাসে ৩৯ এবং ৪ সেপ্টেম্বর পর্যন্ত ৮ জন মারা গেছেন ডেঙ্গু আক্রান্ত হয়েছ।
এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে জুলাই মাসে সবচেয়ে বেশি, ১০ হাজার ৬৮৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ভর্তি নতুন রোগীদের মধ্যে সবচেয়ে বেশি, ১১২ জন ঢাকার দুই সিটি করপোরেশন এলাকার।
এ ছাড়া ঢাকা বিভাগে ৭০ জন, ময়মনসিংহ বিভাগে ১০ জন, চট্টগ্রাম বিভাগে ৫০ জন, খুলনা বিভাগে ১৭ জন, রাজশাহী বিভাগে ১৫ জন, বরিশাল বিভাগে ৮৮ জন এবং সিলেট বিভাগে এক জন রোগী ভর্তি হয়েছেন।
ডেঙ্গু নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১৫৪৮ জন রোগী। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৫০৮ জন, ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি ১০৪০ জন।
সকাল নিউজ/এসএফ