মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে দেশের আইনশৃঙ্খলা রক্ষায় আনসার ও ভিডিপির অবদান অপরিসীম জানিয়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেছেন, ৬০ লক্ষাধিক আনসার-ভিডিপি সদস্য জাতিরসেবায় সবসময় প্রস্তুত।
আজ বুধবার (৩ সেপ্টেম্বর) কুমিল্লা রেঞ্জ পরিদর্শন শেষে আয়োজিত দরবারে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি আনসার-ভিডিপি সদস্যদের সক্ষমতা ও পেশাদারিত্বের ভিত্তিতে আরো সক্রিয় হওয়ার আহ্বান জানান।
মহাপরিচালক বলেন, যুগোপযোগী প্রশিক্ষণ, যোগ্য সদস্য নির্বাচন ও ক্ষুদ্র উদ্যোক্তা তৈরি করে আত্মনির্ভরশীলতা অর্জনের মাধ্যমে দেশের আর্থসামাজিক উন্নয়নে অবদান রাখতে হবে। এ সময় তিনি বাহিনীর নতুন প্রকল্প ‘সঞ্জীবন’ কে সদস্যদের জীবিকা ও প্রান্তিক পর্যায়ে কর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্রে আলোকবর্তিকা হিসেবে উল্লেখ করেন।
মহাপরিচালক বলেন, পার্বত্য অঞ্চলে শান্তি-শৃঙ্খলা রক্ষায় ব্যাটালিয়ন ও হিল আনসার-ভিডিপি সদস্যরা কার্যকর ভূমিকা পালন করছেন। সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে অঙ্গীভূত আনসার সদস্যদের দায়িত্ব পালনের মানও অনেক উন্নত ও সুশৃঙ্খল।
বাহিনীর সদস্যদের আস্থা অর্জনে নেয়া পদক্ষেপগুলো ভবিষ্যতে আরো কল্যাণকর পদক্ষেপ গ্রহণের পথ সুগম করবে জানিয়ে মেজর জেনারেল সাজ্জাদ মাহমুদ আরো বলেন, প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম নেয়ায় বাহিনীর শৃঙ্খলা আজ অনন্য উচ্চতায় পৌঁছেছে। সদস্যদের কল্যাণ ও সুযোগ-সুবিধা বাড়াতে বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেয়া হয়েছে।
সঞ্জীবন প্রকল্প প্রসঙ্গে মহাপরিচালক বলেন, এটি কেবল একটি কর্মসূচি নয়, বরং প্রান্তিক কর্মহীন জনগোষ্ঠীর জন্য উত্তরণের আলোকবর্তিকা। এ প্রকল্প গ্রামীণ অর্থনীতিকে জাগ্রত করবে। একইসঙ্গে দারিদ্র্যের শৃঙ্খল ভেঙে সমাজকে মুক্তির পথে এগিয়ে নেবে।
সভায় কুমিল্লা রেঞ্জ পরিচালক মো. মাহবুবুর রহমানসহ অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।
সকাল নিউজ/এসএফ

