এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার দিকে ঝুঁকছে টেক জায়ান্ট প্রতিষ্ঠানগুলো। বর্তমানে সবচেয়ে জনপ্রিয় এআই চ্যাটবট হচ্ছে চ্যাটজিপিটি। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) বা কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কাজ করা এই ট্যুলসটি নিয়ে এসেছে ধনকুবের ইলন মাস্ক প্রতিষ্ঠিত যুক্তরাষ্ট্রভিত্তিক কোম্পানি ওপেনআই।
নতুন খবর হচ্ছে, বিশ্বজুড়ে বিভ্রাট দেখা দিয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবট চ্যাটজিপিটিতে। বহু ব্যবহারকারী আজ বুধবার কম্পিউটার বা মোবাইলে ওপেনএআইয়ের পরিষেবাটি ব্যবহার করতে পারছেন না। তারা বিভিন্ন ধরনের ত্রুটির বার্তা দেখতে পাচ্ছেন বলে অভিযোগ করেছেন।
ওয়েবের কার্যক্রম পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ডাউনডিটেক্টরের তথ্যানুযায়ী, ২০ মিনিটের মধ্যে চ্যাটজিপিটির বিভ্রাটের বিষয়ে নতুন করে অভিযোগ দায়ের করেছেন শত শত ব্যবহারকারী।
ওয়েবের কার্যক্রম পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ডাউনডিটেক্টরের তথ্যানুযায়ী, ২০ মিনিটের মধ্যে শত শত ব্যবহারকারী চ্যাটজিপিটির বিভ্রাটের বিষয়ে নতুন করে অভিযোগ দায়ের করেছেন।
প্রতিবেদন বলছে, বিশ্বব্যাপী অনেকেই দৈনন্দিন কাজ, পড়াশোনা এবং অন্যান্য প্রয়োজনে চ্যাটবটটির ওপর নির্ভরশীল। তাই এ বিভ্রাট একটি বড় সমস্যা তৈরি করেছে। বিঘ্ন ঘটার পর পরই ব্যবহারকারীরা তাদের হতাশা প্রকাশ করতে এবং অন্যদের একই সমস্যা হচ্ছে কিনা তা জানতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিড় জমিয়েছেন।
তবে চ্যাটজিপিটি নির্মাতা ওপেনএআই এখন পর্যন্ত বিভ্রাটের কারণ সম্পর্কে কোনো আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করেনি। তথ্যসূত্র- হিন্দুস্তান টাইমস।
সকাল নিউজ/এসএফ

