অন্তর্বর্তী সরকারের আচরণ, কার্যক্রম এবং সিদ্ধান্ত গ্রহণে যথেষ্ট দৃঢ়তা ও সমন্বয় নেই মন্তব্য করে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, ‘এটি ঠিক না হলে এবং সরকারের কর্মকাণ্ডে দৃঢ়তা স্পষ্ট না হলে আগামী নির্বাচনের শঙ্কা কাটবে না।’
মঙ্গলবার বিকেলে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের আহ্বানে ৭টি রাজনৈতিক দলের নেতৃবৃন্দ তার বাসভবন যমুনায় বৈঠকে মিলিত হন। এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদও এতে উপস্থিত ছিলেন। বৈঠকে উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ, সি আর আবরার, আদিলুর রহমান খান ও সৈয়দা রিজওয়ানা হাসান।
বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে মজিবুর রহমান মঞ্জু বলেন, ‘নুরুল হক নুরের ওপর হামলা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সংঘটিত তুচ্ছ ঘটনায় রক্তক্ষয়ী সংঘর্ষে সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে সমন্বয়হীনতার প্রমাণ স্পষ্ট হয়েছে। এটি অত্যন্ত দুঃখজনক।’
তিনি আরও বলেন, নির্বাচনে দায়িত্ব পালনকারীদের ক্ষেত্রে লটারির মাধ্যমে পোস্টিং না দিয়ে দক্ষতা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগ দেওয়া যেতে পারে। এছাড়া, নির্বাচনী সহিংসতা রোধে জাতীয়, জেলা ও উপজেলা পর্যায়ে রাজনৈতিক দলগুলোর নেতাদের নিয়ে নির্বাচন সমন্বয় কমিটি গঠনের প্রয়োজনীয়তা রয়েছে।’
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় বাড়াতে প্রধান উপদেষ্টাকে ফিজিক্যাল ও ভার্চুয়াল মিটিং করে উদ্দীপনা তৈরির পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানান তিনি।
সকাল নিউজ/এসএফ