দুই দশক আগে পেরুর বিপক্ষে আর্জেন্টিনার জার্সিতে প্রথম খেলতে নেমেছিলেন কিশোর লিওনেল মেসি। সেই একই মাঠ- বুয়েন্স আয়ার্সের এস্তাদিও মনুমেন্তাল- এবার হতে যাচ্ছে তাঁর দেশের জার্সিতে শেষ ম্যাচের মঞ্চ।
শুক্রবার (বাংলাদেশ সময় ভোর ৫টায়) ভেনিজুয়েলার বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচটিই হতে যাচ্ছে আর্জেন্টিনার মাঠে মেসির শেষ লড়াই।
এই বিশেষ মুহূর্তে পরিবারকে পাশে চাইছেন মেসি। স্ত্রী-সন্তানদের পাশাপাশি বাবা-মা ও ভাইদেরও গ্যালারিতে ডাকছেন তিনি। সংবাদ মাধ্যমে তিনি বলেছেন, ‘এটা আমার জন্য বিশেষ ম্যাচ। জানি না এরপর এখানে প্রীতি ম্যাচ হবে কি না। তাই পরিবারের সবাইকে আসতে বলেছি।’
মেসিকে নিয়ে বিষণ্নতার আবহ তৈরি হলেও আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি সতীর্থ ও সমর্থকদের ম্যাচটি উপভোগ করার আহ্বান জানিয়েছেন। তার ভাষায়, ‘যতদিন মেসিকে পাচ্ছি, ততদিন তাকে উপভোগ করা উচিত। ভবিষ্যতে যা হওয়ার হবে।’
বুয়েন্স আয়ার্সের এই স্টেডিয়ামে ২৭ ম্যাচ খেলে ১৭ গোল ও ১১ অ্যাসিস্টের স্মৃতি আছে মেসির। এবার সেই প্রিয় মাঠেই নামতে যাচ্ছেন বিশ্বফুটবলের কিংবদন্তি শেষবারের মতো।
বুয়েন্স আয়ার্সের ৯০ হাজার দর্শকের এই স্টেডিয়ামে মেসি ২৭টি ম্যাচ খেলেছেন। দুই দশকের স্মৃতিতে তার জড়িয়ে রয়েছে ১৭টি গোল আর ১১টি অ্যাসিস্টের।
সকাল নিউজ/এসএফ