শুক্রবার সন্ধ্যায় রণক্ষেত্রে পরিণত হয়েছিল রাজধানীর কাকরাইল এলাকা। জাতীয় পার্টির (জাপা) কেন্দ্রীয় কার্যালয়ের সামনে হঠাৎ করেই মুখোমুখি হয় জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা।
দু’পক্ষের ধাওয়া-পাল্টাধাওয়ার মধ্য দিয়ে পরিস্থিতি মুহূর্তেই উত্তপ্ত হয়ে ওঠে। এ সময় উভয় দলের কর্মী-সমর্থকদের মধ্যে চলে ইট-পাটকেল নিক্ষেপও। সন্ধ্যা সোয়া ৬টার দিকে শুরু হওয়া এ সংঘর্ষে পুরো এলাকা জুড়ে সৃষ্টি হয় আতঙ্ক।
ঘটনার পরপরই দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়। শুধু পুলিশ নয়, ঘটনাস্থলে নামানো হয় সেনাবাহিনীও। মুহূর্তের মধ্যে বিপুলসংখ্যক সদস্য অবস্থান নেয় কাকরাইল এলাকায়, যাতে পরিস্থিতি আর কোনোভাবে নিয়ন্ত্রণের বাইরে না যায়। এ ঘটনায় কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে, তবে তাৎক্ষণিকভাবে আহতের সঠিক সংখ্যা জানা যায়নি।
এ বিষয়ে রমনা থানার পরিদর্শক (অপারেশন) আতিকুল আলম খন্দকার সকাল নিউজকে জানিয়েছেন, ‘সন্ধ্যা সোয়া ৬টার দিকে উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। ইট-পাটকেলও ছোড়া হয়েছে। আমরা ঘটনাস্থলে আছি, বিস্তারিত পরে জানাতে পারব।’
ঘটনার সূত্রপাত নিয়ে দুই পক্ষই একে অপরকে দায়ী করছে। জাপার অভিযোগ, গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা মিছিল নিয়ে এসে তাদের ওপর আকস্মিক হামলা চালিয়েছে। অন্যদিকে, গণঅধিকার পরিষদের দাবি, তারা শান্তিপূর্ণভাবে মিছিল নিয়ে যাচ্ছিলেন, কিন্তু জাপার নেতাকর্মীরাই প্রথমে ইট-পাটকেল ছুড়ে উসকানি দেয়।
দুই দলের এই পারস্পরিক অভিযোগের মাঝেই সাধারণ মানুষের মনে জন্ম নিয়েছে উদ্বেগ। আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে এলেও রাজধানীর ব্যস্ততম এলাকায় এমন সংঘর্ষ জনমনে আতঙ্ক ছড়িয়েছে।
সকাল নিউজ/এসএফ