সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপার লড়াইয়ে বাংলাদেশ নারী ফুটবল দল নিজেদের ভাগ্যের হিসাবটাকে আরেকটু জটিল করে তুলল ভুটানের বিপক্ষে ড্র করে। থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে আজ (২৯ আগস্ট) ভুটানের সঙ্গে ১-১ গোলে সমতায় থেমেছে বাংলাদেশ।
এই ফলাফলে শিরোপার দৌড়ে তারা অনেকটাই পিছিয়ে গেলেও এখনো একফোঁটা আশার আলো টিকে আছে ভারতের ফলাফলের ওপর ভর করে।
চার দলের লিগভিত্তিক এই টুর্নামেন্টে প্রতিটি দল খেলছে ছয়টি করে ম্যাচ। বাংলাদেশ এখন পর্যন্ত পাঁচ ম্যাচ শেষে সংগ্রহ করেছে ১০ পয়েন্ট। অপরদিকে ভারত চার ম্যাচ থেকে ইতিমধ্যেই ১২ পয়েন্ট তুলে নিয়েছে। অর্থাৎ, নেপালের বিপক্ষে জিতলেই এক ম্যাচ হাতে রেখেই নিশ্চিত হয়ে যাবে ভারতের চ্যাম্পিয়নশিপ। সন্ধ্যা ৬টায় হবে সেই গুরুত্বপূর্ণ ম্যাচ। ভারত যদি হারে বা ড্র করে, তাহলেই আবার জাগবে বাংলাদেশের শেষ আশার প্রদীপ।
ভুটানের বিপক্ষে ম্যাচে জয়ের জন্য মরিয়া হয়ে নেমেছিল বাংলাদেশ। শুরুটাও হয়েছিল দারুণভাবে। ম্যাচের মাত্র ষষ্ঠ মিনিটেই গোল করে দলকে এগিয়ে দেন পূর্ণিমা মারমা। মাঝমাঠ থেকে আক্রমণ গড়ে তুলে ডি-বক্সের বাইরে থেকে তার নেওয়া জোরালো শট ভুটানের জালে গিয়ে জড়ায়। সেই মুহূর্তে মনে হচ্ছিল, হয়তো সহজ এক জয়ের দিকেই এগোচ্ছে বাংলাদেশ।
কিন্তু প্রথমার্ধ শেষ হওয়ার আগে ঘটে অঘটন। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে বাংলাদেশের হাইলাইন ডিফেন্সের দুর্বলতার সুযোগ নেয় ভুটান। সতীর্থের লম্বা পাস ধরে একক প্রচেষ্টায় গোলকিপার মেঘলা রানীকে পরাস্ত করেন ভুটানের চোর্টেন জাংমো। সমতায় ফিরেই উজ্জীবিত হয়ে ওঠে স্বাগতিকেরা।
দ্বিতীয়ার্ধে গোলের জন্য প্রাণপণ চেষ্টা চালায় বাংলাদেশের মেয়েরা। একের পর এক আক্রমণ সাজালেও শেষ মুহূর্তে গিয়ে ব্যর্থ হতে থাকেন তারা। আগের ম্যাচে হ্যাটট্রিক করা সৌরভী আকন্দ আজও ছিলেন প্রতিপক্ষ অর্ধে সক্রিয়। কিন্তু গোলের নিশানা খুঁজে পাননি তিনি। ফলে শেষ পর্যন্ত ১-১ গোলেই থেমে যায় লাল-সবুজের লড়াই।
বাংলাদেশের ফুটবলের ইতিহাসে বয়সভিত্তিক ও জাতীয় দল মিলিয়ে এখন পর্যন্ত সাফ চ্যাম্পিয়নশিপ জেতা হয়নি কেবল অনূর্ধ্ব-১৭ নারীদের। আজকের ম্যাচে জয় পেলেই সেই স্বপ্নপূরণের সম্ভাবনা আরও উজ্জ্বল হতো। কিন্তু ভুটানের সঙ্গে ড্র করে স্বপ্নপথ হলো কঠিন। এখন বাংলাদেশের চোখ শুধু ভারতের ম্যাচের দিকে—যেখানে প্রতিপক্ষ নেপাল। ভাগ্য যদি সায় দেয়, তবে এখনো সম্ভব লাল-সবুজ মেয়েদের ইতিহাস লেখা।
সকাল নিউজ/এসএফ