লালমনিরহাটের পাটগ্রামের বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক প্রধান সমন্বয়ক গোলাম আজমকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ।
পথরোধ করে হত্যার হুমকি দেখিয়ে মোবাইল ফোন কেড়ে নিয়ে অ্যাপস ব্যবহার করে ই-ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা বের করে নেওয়ার ঘটনার মামলায় বৃহস্পতিবার দিবাগত রাতে তাকে গ্রেপ্তার করা হয়। এই মামলার ৪ নম্বর আসামী শাহাদত হোসেন মারুফকেও গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২২ আগস্ট) সকালে দুইজনকে পুলিশ প্রহরায় লালমনিরহাট আদালতে পাঠানো হয়েছে।
পাটগ্রাম থানা-পুলিশ ও এজাহার সূত্রে জানা গেছে, মামলার ১ নম্বর আসামী মামুন হোসেন উপজেলার মধ্যবাজারের ইশা জুয়েলার্সের স্বত্বাধিকারী ইয়াছিন আলীর নিকট থেকে ২০ থেকে ২৫ দিন পূর্বে গয়ণা তৈরি করে নেন। ওই সময় তিনি (মামুন) কিছু টাকা বকেয়া রাখেন। বকেয়া টাকা নিতে গত ১২ আগস্ট রাত ১১ টার পরে মামুনের বাড়ীতে যান ইয়াছিন ও তাঁর বন্ধু শুভ জুয়েলার্সের স্বত্বাধিকারী শুভ শর্মা। টাকা নিয়ে ফেরার পথে বৃষ্টিতে আটকা পড়েন তাঁরা। পরে রিক্সাযোগে বাড়ী ফেরার পথে রেললাইন পার্শ্ববর্তী রাস্তায় পথরোধ করে মামলার আসামী শাহাদত হোসেন মারুফ ও সাগর হোসেন। ঘটনা দেখে ইয়াছিন আলী দৌড়ে পালিয়ে যায়।
এই সময় অন্যান্য আসামীদের সহায়তায় শুভকে বেধড়ক মারপিট করা হয়। ঘটনার সময় ধারালো ছুরি ধরে শুভ শর্মার মোবাইল ফোন ও জুয়েলারী দোকানের চাবি কেড়ে নেয়া হয়। পরদিন সন্ধ্যায় ১ নম্বর আসামী মামুন দোকানের চাবি ও মোবাইল ফোন শুভকে ফেরত দিয়ে এ ঘটনায় মামলা বা অভিযোগ না করার হুমকি দেয়। ৫ দিন পর শুভ তাঁর নিজের রুপালী ব্যাংক পাটগ্রাম শাখার হিসাব নম্বর থেকে টাকা তুলতে গিয়ে দেখেন জমা ২ লাখ ৬৯ হাজার ৯২০ টাকার মধ্যে ৫ হাজার ৪২২ টাকা রয়েছে। এতে ব্যাংক কর্তৃপক্ষ জানায়, গ্রাহকের (শুভ শর্মার) ব্যবহৃত মোবাইল ফোনের অ্যাপস ব্যবহার করে ই-ব্যাংকিংয়ের মাধ্যমে গত ১৩ আগস্ট একই ব্যাংকের গ্রাহক জায়েদ বিন সাবিত তিন দফায় ১ লাখ ৯৯ হাজার ৪৯৮ টাকা ও পাটগ্রামের পূবালী ব্যাংক শাখার অন্য একটি হিসাব নম্বরে দুই দফায় ৬৫ হাজার টাকা ট্রান্সফার করে নিয়েছে। শুভ বিষয়টি জানতে পেরে জায়েদ বিন সাবিতকে জিজ্ঞেস করলে সে জানায় (সাবিত) সব টাকা মতিউর রহমান ও গোলাম আজম নিয়ে গেছে। মতিউর রহমান এ মামলার ৩ নম্বর আসামী।
এ ঘটনায় ২২ আগস্ট (রাত ১ টা ৩৫ মিনিটে) শুভ শর্মা বাদী হয়ে ৫ জনকে আসামী করে পাটগ্রাম থানায় একটি মামলা দায়ের করেন।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ‘পথরোধ করে মৃত্যুর ভয় দেখিয়ে দোকানের চাবি ও মোবাইল ফোন কেড়ে নিয়ে ই-ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা তুলে নেওয়ার ঘটনায় থানায় এজাহার হয়েছে। মামলায় দুইজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।