জ্বালানি তেলের দামে চলতি আগস্ট মাসেও স্বস্তি থাকছে ভোক্তাদের জন্য। আন্তর্জাতিক বাজারে দাম বাড়া-কমার মধ্যেও দেশে বিদ্যমান দামই বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
১ আগস্ট থেকে কার্যকর এই সিদ্ধান্তে আগস্ট মাসজুড়ে ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের দামে কোনো পরিবর্তন আসছে না। বৃহস্পতিবার (৩১ জুলাই) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এক সরকারি বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈশ্বিক বাজারের দামের ওঠানামার সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের স্বয়ংক্রিয় প্রাইসিং ফর্মুলা অনুসরণ করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মূল উদ্দেশ্য হলো, ভোক্তাপর্যায়ে জ্বালানি তেলের সহজলভ্যতা ও মূল্য সহনীয় রাখা।
সিদ্ধান্ত অনুযায়ী, আগস্ট মাসে জ্বালানি তেলের দাম হবে—
-
ডিজেল: প্রতি লিটার ১০২ টাকা
-
কেরোসিন: প্রতি লিটার ১১৪ টাকা
-
অকটেন: প্রতি লিটার ১২২ টাকা
-
পেট্রোল: প্রতি লিটার ১১৮ টাকা