লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় তিন দফা দাবিতে শাটডাউন কর্মসূচি পালন করেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। এদিন শিক্ষক আমিনুল ইসলাম আন্দোলনরত শিক্ষকদের কেন্দ্রীয় কমিটি ঘোষিত কর্মসূচির সকল কার্যক্রমে ঐক্যবদ্ধ থাকার জন্য শপথ বাক্য পাঠ করান।
আজ বৃহস্পতিবার বিকেলে হাতীবান্ধা উপজেলা পরিষদের সামনে প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ ও বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ এই শাটডাউন কর্মসূচি পালন করে।
শিক্ষকদের দাবি, সহকারী শিক্ষকদের বেতন স্কেল ১১তম গ্রেডে নির্ধারণ করা, ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রাপ্তির বিষয়ে জটিলতা অবসান ও সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে শতভাগ বিভাগীয় পদোন্নতি নিশ্চিত করা।
জানা গেছে, গত ১০ নভেম্বরের সংবাদ বিজ্ঞপ্তিতে সহকারী শিক্ষকদের বেতন স্কেল সংক্রান্ত প্রতিশ্রুতি দেয়। কিন্তু প্রতিশ্রুতির ২২ দিন অতিবাহিত হওয়ার পরও তিন দফা দাবির বাস্তবায়নে কোনো দৃশ্যমান অগ্রগতি নেই। এ কারণেই অনিদিষ্টকালের জন্য পরীক্ষা বর্জন ও বিদ্যালয় তালাবদ্ধ রাখার কর্মসূচি পালন করছেন শিক্ষকরা। তাদের দাবি আদায় না হওয়া পযন্ত শাটডাউন কর্মসূচি চলবে বলে জানান শিক্ষকরা।
কর্মসূচিতে সহকারী শিক্ষক প্রতিনিধিদের মধ্যে মো. আমিনুর রহমান প্রামানিক, আমিনুল ইসলাম, মিজানুর রহমান, আরিফুজ্জামান পাভেল, নুর আলম সিদ্দিকী, আরিফ বিল্লাহ, নাহিদ ইবনে রহমান ও আবু দাউদ মোহাম্মদ জালাল উদ্দীনসহ উপজেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
সকাল নিউজ/এমএম


