লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় অনুমোদন ছাড়া বালু তোলার অপরাধে তিনজনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশ এ দণ্ডাদেশ ঘোষণা করেন।

প্রশাসন জানায়, মোমিনপুর ও মির্জারকোট এলাকায় দীর্ঘদিন ধরে গোপনে বালু উত্তোলন ও বিক্রি হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে। অভিযানের সময় অবৈধভাবে বালু কেটে স্তুপ করে রাখার অভিযোগে তিনজনকে আটক করা হয়। পরে আইন অনুযায়ী প্রত্যেককে ৭ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
দÐপ্রাপ্তরা হলেন- মোমিনপুর গ্রামের ইসমাইল হোসেনের ছেলে হামিদুল ইসলাম (২২), মির্জারকোট এলাকার টিপু সুলতানের ছেলে ফিরোজ হাসান (২৪) ও কালীগঞ্জের তুষভান্ডার এলাকার অনিল মন্ডলের ছেলে গৌতম মন্ডল (৩৪)
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, নদী ও আবাদি জমির ক্ষতি রোধে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে নিয়মিত নজরদারি চলছে। অভিযান পরিচালনার সময় পাটগ্রাম থানার উপপরিদর্শক (এসআই) সোহাগের নেতৃত্বে পুলিশ সহযোগিতা প্রদান করে।
এ বিষয়ে ইউএনও উত্তম কুমার দাশ বলেন, অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে তিনজনকে বিনাশ্রম কারাদÐ দেওয়া হয়েছে। পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সকাল নিউজ/এমএম

সম্পাদক ও প্রকাশক: শিহাব আহমেদ

Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.

প্রধান কার্যালয়:
সকাল নিউজ, ই-১৭/৬, চায়না টাউন, ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০

© 2025 সকাল নিউজ. সর্বস্বত্ত সংরক্ষিত Shihab Group.
Exit mobile version