দুবাই ও তুরস্ক সফর শেষে আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে নিজ গ্রামে বাড়িতে ফিরেছেন লালমনিরহাট-১ (হাতীবান্ধা-পাটগ্রাম) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী, তুরস্ক প্রবাসী ও শিহাব আহমেদ ফাউন্ডেশনের চেয়ারম্যান শিহাব আহমেদ।
ফিরেই তিনি প্রয়াত পিতা, বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত সেনা সদস্য আব্দুল আজিজ মিয়ার কবর জিয়ারত করেন। পিতার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া-মোনাজাত শেষে তিনি কর্মী-সমর্থকদের নিয়ে আবারও নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছেন।
শিহাব আহমেদ বলেন, ‘আমার প্রেরণার উৎস আমার বাবা। তাঁর আদর্শ ও দোয়াই আমাকে মানুষের পাশে থাকার অনুপ্রেরণা যোগায়।’
ব্যবসায়িক বিশেষ কাজে গত এক সপ্তাহ দুবাই ও তুরস্ক সফরে ছিলেন শিহাব আহমেদ।এই সফরে সংযুক্ত আরব আমিরাতের Nissan ও Mitsubishi কোম্পানির সঙ্গে তার প্রতিষ্ঠান 24 CARS Rental L.L.C-এর একটি বিশেষ চুক্তি স্বাক্ষর করেন। এছাড়া তুরস্কে The Ottoman Group-এর মাধ্যমে রিয়েল এস্টেট প্রজেক্ট এবং বাংলাদেশ থেকে কর্মী পাঠানোর বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও চুক্তি সম্পন্ন হয় বলে জানা গেছে।
এ বিষয়ে শিহাব আহমেদ বলেন, ‘আমার মূল পেশা ব্যবসা। রাজনীতি করতে আসিনি, আপনাদের ডাকে সাড়া দিয়ে সেবা করতে স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নিচ্ছি। আমার কষ্টে উপার্জিত অর্থ দেশের রেমিট্যান্স হিসেবে আসে, আর সেই অর্থ দিয়েই দুই উপজেলার মানুষের ভবিষ্যতের জন্য কাজ করছি।’
তিনি আরো বলেন, ‘এই দেশকে নিঃস্বার্থভাবে কিছু দিতে এসেছি, নিতে নয়। হাতীবান্ধা-পাটগ্রাম উপজেলাবাসী, জনগণ এবং যুব সমাজই আমার শক্তি।’
উল্লেখ্য, সম্প্রতি শিহাব আহমেদের বাবা বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ মিয়া হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন। বড়খাতা উচ্চ বিদ্যালয় মাঠে রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
সকাল নিউজ/এসএফ


