ইতিহাস গড়ে নিউইয়র্ক নগরের প্রথম মুসলিম মেয়র হিসেবে নির্বাচিত হয়েছেন জোহরান মামদানি। গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত নির্বাচনে ডেমোক্রেটিক দলের প্রার্থী মামদানি নিউইয়র্ক অঙ্গরাজ্যের সাবেক গভর্নর ও স্বতন্ত্র প্রার্থী অ্যান্ড্রæ কুমোকে পরাজিত করে ইতিহাস গড়েছেন। এ জয়ের মধ্য দিয়ে জোহরান শহরটির ১১১তম মেয়র নির্বাচিত হলেন। আজ৮ বুধবার (৫ নভেম্বর) কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা থেকে এ তথ্য জানা গেছে।
নির্বাচনে জয়ী ঘোষণার পর আবেগঘন এক ভাষণে জোহরান তাঁর মা-বাবা ও স্ত্রীর প্রতি শ্রদ্ধা জানালেন। জোহরান মা-বাবাকে উদ্দেশ করে বলেন, ‘আজ আমি যে মানুষ হয়েছি, তা তোমাদের জন্যই। তোমাদের সন্তান হতে পেরে আমি গর্বিত।’
জানা গেছে, জোহরান মামদানি একজন ভারতীয় বংশোদ্ভূত মুসলিম। তাঁর মা ভারতের বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা মীরা নায়ার এবং বাবা কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের খ্যাতিমান অধ্যাপক মাহমুদ মামদানিও জন্মগতভাবে ভারতীয়।
এদিকে বহুজাতি ও বহুধর্মীয় নিউইয়র্ক শহরের ভোটাররা মামদানির জয়কে অগ্রগতির প্রতীক হিসেবে দেখছেন। তবে তার সমর্থকরা বলছেন, এটি ধর্ম বা জাতিগত পরিচয়ের নয়, বরং জীবনযাত্রার ব্যয় কমানোর মতো বাস্তব ইস্যুতে তিনি যেভাবে মনোযোগ কেড়ে প্রচারণার চালিয়েছেন, সেটিরই জয় হয়েছে।
উল্লেখ্য, গতকালের এ নির্বাচনে জয়ের মধ্য দিয়ে ডেমোক্রেটিক দলের প্রার্থী জোহরান মামদানি নগরের ১১১তম মেয়র নির্বাচিত হন। একই সঙ্গে ভারতীয় বংশোদ্ভূত ও আফ্রিকায় জন্মগ্রহণকারী কোনো অভিবাসী প্রথম নিউইয়র্কের মেয়র হলেন। এছাড়া এক শতাব্দীর মধ্যে জোহরানই হলেন সবচেয়ে কনিষ্ঠ মেয়র।

