চীনের সঙ্গে চলমান বাণিজ্য আলোচনা যাতে কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়, সে লক্ষ্যেই তাইওয়ানের প্রতিরক্ষামন্ত্রী ওয়েলিংটন কু’র সঙ্গে যুক্তরাষ্ট্রের নির্ধারিত প্রতিরক্ষা বৈঠক শেষ মুহূর্তে বাতিল করে দিয়েছে ওয়াশিংটন।
আগামী জুনে এই বৈঠকটি হওয়ার কথা ছিল, যেখানে কু’র দেখা করার কথা ছিল মার্কিন প্রতিরক্ষা নীতির অন্যতম প্রধান স্থপতি এলব্রিজ কলবির সঙ্গে।
তবে কূটনৈতিক ভারসাম্য রক্ষার কৌশলের অংশ হিসেবে যুক্তরাষ্ট্র সিদ্ধান্ত নিয়েছে আপাতত এমন উচ্চপর্যায়ের প্রতিরক্ষা আলোচনা থেকে বিরত থাকার।
বিশ্লেষকরা বলছেন, ওয়াশিংটনের এই পদক্ষেপ মূলত চীনের সঙ্গে চলমান অর্থনৈতিক ও কৌশলগত আলোচনায় উত্তেজনা এড়ানোর একটি প্রয়াস হিসেবেই দেখা হচ্ছে।
সূত্র: ফিনান্সিয়াল টাইমস