শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল যুক্তরাষ্ট্রের আলাস্কা ও কানাডার ইউকন অঞ্চলের সীমান্ত এলাকা। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল ১০ কিলোমিটার গভীরে।
স্থানীয় সময় শনিবার (৬ ডিসেম্বর) দিনগত রাত ৩টার দিকে আলাস্কার জুনো শহর থেকে প্রায় ২৩১ মাইল (৩৭০ কিলোমিটার) উত্তর–পশ্চিমে এবং ইউকনের হোয়াইটহর্স শহর থেকে ১৫৫ মাইল (২৫০ কিলোমিটার) পশ্চিমে আঘাত করে।
ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি করা হয়নি। কর্মকর্তারা জানিয়েছেন, এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা আহত হওয়ার তাৎক্ষণিক খবর পাওয়া যায়নি।
ন্যাচারাল রিসোর্সেস কানাডার সিসমোলজিস্ট অ্যালিসন বার্ড বলেন, ইউকনের যে অংশটি ভূমিকম্পে সবচেয়ে বেশি প্রভাবিত হয়েছে সেটি পাহাড়ি এবং সেখানে জনবসতি খুব কম।
তিনি বলেন, ‘অনেকে তাক বা দেয়াল থেকে জিনিসপত্র পড়ে যাওয়ার তথ্য জানালেও আমাদের মনে হচ্ছে না যে কোনো স্থাপনার কাঠামোগত ক্ষতির ঘটনা ঘটেছে।’
ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পটির পর ছোট ছোট বেশ কিছু আফটারশক (পরাঘাত) অনুভূত হয় ওই অঞ্চলে।
সকাল নিউজ/এসএফ

