মুম্বাই পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রক দপ্তরের একটি বিশেষ অভিযানে সম্প্রতি সামনে আসে মাদক পাচারকারী সেলিম ডোলা ও তার ছেলে তাহের ডোলার নাম।
দুবাই থেকে পরিচালিত হতো পুরো নেটওয়ার্কটি। গত আগস্টে তাহেরকে সংযুক্ত আরব আমিরাত থেকে ভারতে এনে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি তদন্ত কর্মকর্তাদের সামনে চাঞ্চল্যকর তথ্য দেন।
দাউদের মাদক পার্টিতে নাকি নোরা ফাতেহি, শ্রদ্ধা কাপুরসহ বলিউডের অনেকেই হাজির হয়েছিলেন।
সম্প্রতি মুম্বাই পুলিশের জেরায় এমনটাই জানিয়েছে দাউদের শিষ্য সেলিম ডোলার ছেলে তাহের ডোলা।
পুলিশের তরফে জানানো হয়েছে, দাউদের পার্টিতে উপস্থিত তারকাদের শীঘ্রই সমন পাঠানো হবে।
এমন কাণ্ডে সংবাদ প্রকাশিত শুরু হওয়ার পর এবার এই প্রসঙ্গে মুখ খুললেন নোরা ফাতেহি।
অভিনেত্রী জানিয়েছেন, তিনি এমনিতে কোনো পার্টিতে যান না। সারাক্ষণ কাজ নিয়েই ব্যস্ত থাকেন।
নোরা বলেন, ‘আমি কাজ করতে ভীষণ ভালোবাসি। আমার নিজের আলাদা কোনো জীবন নেই। ছুটি পেলে হয় বন্ধুর বাড়ি যাই কিংবা সমুদ্রসৈকতে ঘুরে আসি। নিজের স্বপ্নপূরণের জন্য আমি অনেক পরিশ্রম করি। তাই আমাকে মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে।’
যথেষ্ট অপমানিত বোধ করেছেন উল্লেখ করে কড়া ভাষায় তিনি বলেন, ‘দয়া করে আমার নাম ব্যবহার করবেন না। কারণ তাতে ভালো কিছু হবে না। আমি মানব না।’
নোরা, শ্রদ্ধা ছাড়াও দাউদের সঙ্গে নাম জড়িয়েছে ওরি, পরিচালক জুটি আলী আব্বাস-মাস্তানেরও। তবে এখন পর্যন্ত বাকিরা কেউ মুখ খোলেননি।
সকাল নিউজ/এসএফ

