রাষ্ট্রীয় মর্যাদায় লালমনিরহাটের হাতীবান্ধায় বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত সেনা সদস্য আব্দুল আজিজ মিয়ার দাফন সম্পন্ন হয়েছে। গত বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বাদ যোহর স্থানীয় বড়খাতা উচ্চ বিদ্যালয় মাঠে এবং বিকালে কালীগঞ্জ থানাধীন হাজরানিয়া স্কুল মাঠে (গায়েবী জানাজা) গার্ড অব অনারের মধ্য দিয়ে রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন ও জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে সমাহিত করা হয়।
নিহত আব্দুল আজিজ তুরস্ক প্রবাসী তরুণ উদ্যোক্তা, লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী এবং শিহাব আহমেদ ফাউন্ডেশনের চেয়ারম্যান শিহাব আহমেদের পিতা।
এর আগে গত বুধবার রাতে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েয়েছিল ৭৩ বছর। বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ মিয়া ৯ ছেলে ও ৪ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
জাতীয় এই বীরসেনানী ১৯৫২ সালের ১০ জুলাই বড়খাতা ইউনিয়নে জন্মগ্রহণ করেন। পেশাগতভাবে তিনি ছিলেন একজন (অবসরপ্রাপ্ত)সেনা সদস্য। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় দেশ মাতৃকার মুক্তির জন্যে অকুতোভয় এই বীর জীবন বাজি রেখে সমুখ-সমরে অংশ নিয়েছিলেন। তাঁর মৃত্যুতে জাতি একজন গর্বিত বীর সন্তানকে হারালো।
মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ মিয়ার জানাজায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রন্টি পোদ্দার, হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ মাহমুদুন্নবী, স্থানীয় মুক্তিযোদ্ধা, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশা-বয়স নির্বিশেষে স্থানীয় অসংখ্য মানুষ উপস্থিত ছিলেন

