ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিতে চলেছে কানাডা। দেশটির সরকার ইতোমধ্যেই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে। প্রধানমন্ত্রী নিজেই জানিয়েছেন, আগামী সেপ্টেম্বর মাসে যখন জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন অনুষ্ঠিত হবে, তখন সেখানেই কানাডা আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে একটি স্বতন্ত্র রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে।
এই সিদ্ধান্তকে আন্তর্জাতিক অঙ্গনে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। কারণ, মধ্যপ্রাচ্যে দীর্ঘদিন ধরে চলা ফিলিস্তিন-ইসরায়েল সংকটে এমন অবস্থান নেওয়া অনেক দেশের পক্ষেই রাজনৈতিকভাবে স্পর্শকাতর বিষয়। তবে কানাডা জানিয়েছে, টেকসই শান্তি ও স্থায়ী সমাধানের জন্য ফিলিস্তিনের রাষ্ট্রীয় স্বীকৃতি এখন সময়ের দাবি।
বিশ্বের বিভিন্ন দেশ ইতোমধ্যে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিলেও, কানাডার এই সিদ্ধান্তকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে—কারণ এটি একটি প্রভাবশালী পশ্চিমা দেশের অবস্থান পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।