আগের মতো অভিনয়ে ব্যস্ততা নেই ঢালিউড অভিনেত্রী শবনম বুবলীর। তবে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে তাকে নিয়ে থাকে বেশ আলোচনা। কেননা, পর্দার পাশাপাশি সামাজিক মাধ্যমে প্রায়ই নিজের নানা মুহূর্ত শেয়ার করে নেন ভক্ত-অনুরাগীদের মাঝে।
এবারও তাই করেছেন, ছেলে শেহজাদ খান বীরকে নিয়ে একটি স্ট্যাটাস দিলেন গ্ল্যামারাস এ অভিনেত্রী। এতে দেখা যাচ্ছে, ছেলে শেহজাদকে নিয়ে একটি বিলাসবহুল গাড়ির শোরুমে আছেন অভিনেত্রী।
ছবিতে- সামনে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা বিভিন্ন মডেলের মার্সিডিজ গাড়ির পাশে দাঁড়িয়ে আছে শেহজাদ। কখনো সে নীল-সাদা পোশাকে লাল রঙের গাড়ির পাশে পোজ দিচ্ছে, আবার কখনো গাড়ির ভেতরে বসে আছে। সব মিলিয়ে শোরুমজুড়ে ঘুরে ঘুরে গাড়ি দেখার মুহূর্তগুলোই ফুটে উঠেছে ছবিগুলোতে।
সেসব তুলে ধরে ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘আমাদের গাড়ি লাভার ছেলে। এর আগেও এক অনুষ্ঠানে ছেলেকে নিয়ে বুবলী মন্তব্য করে বলেছিলেন, ছেলে বীরের সঙ্গে তার সম্পর্ক বন্ধুত্বপূর্ণ।’
তিনি বলেন, ‘মজার বিষয় হলো- শাকিব ছেলেকে শিখিয়ে দিয়েছে- কোনো মেয়েকে পছন্দ হলে সবার আগে মায়ের সঙ্গে পরিচয় করিয়ে দিতে।’ বাবা-ছেলের এমন খুনসুটিতে তিনিও বেশ আনন্দ পান বলে জানান অভিনেত্রী।
পুরান ঢাকার মানুষ, সমাজ ও সংস্কৃতির প্রেক্ষাপটে এবার নির্মিত হচ্ছে নতুন সিনেমা ‘ঢাকাইয়া দেবদাস’। এটি পরিচালনা করছেন জাহিদ হোসেন। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন শবনম বুবলী ও অভিনেতা আদর আজাদ।
সম্প্রতি রাজধানীর একটি ক্লাবে মহরত অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয় ‘ঢাকাইয়া দেবদাস’ সিনেমার আনুষ্ঠানিক যাত্রা। বুধবার (৩ ডিসেম্বর) দুপুরে সামাজিক মাধ্যমে এ নিয়ে একগুচ্ছ ছবি প্রকাশ করেন বুবলী।
এদিকে, সামাজিক মাধ্যমে শাকিব খান ও শবনম বুবলী দম্পতির ছেলে শেহজাদ খান বীরের ছবি প্রকাশ্যে আসতেই নেটিজেনদের মাঝে প্রশংসা কুড়িয়েছেন। গাড়ির প্রতি শেহজাদের আগ্রহ দেখে অনেকেই ভীষণ খুশি হয়েছেন।
উল্লেখ্য, ২০১৮ সালে গোপনে বিয়ে করেছিলেন অভিনেতা শাকিব খান ও অভিনেত্রী শবনম বুবলী। তাদের ঘর আলোকিত করে আসে ছেলে শেহজাদ খান বীর। পরে বিয়ের বিষয়টি প্রকাশ্যে এলে তাদের সম্পর্ক নিয়ে নানা আলোচনা ছড়ায়, বিচ্ছেদের খবরও আসে। তবে এখন আলাদা থাকলেও সন্তানের বিষয়েই দুজনের যোগাযোগ থাকে।
এর আগে যুক্তরাষ্ট্রে শেহজাদকে নিয়ে একসঙ্গে সময় কাটাতে দেখা যায় এ দুই তারকাকে। পার্কে তাদের ঘোরাঘুরির কিছু ছবি প্রকাশ্যে আসতেই নতুন করে জল্পনা শুরু হয়।
সকাল নিউজ/এসএফ

