‘প্যারাসুট’ তেলের বিজ্ঞাপনের মাধ্যমে অভিনয় জীবন শুরু করেন অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। সময়ের সাথে সাথে প্রাণবন্ত অভিনয় দিয়ে দর্শকের মন জয় করে নিয়েছেন তিনি। তবে বিয়ের পর বেশ কিছুদিন থেকে টিভিপর্দায় খোঁজ মিলছে না নন্দিত এ অভিনেত্রীর।
যদিও স্যোশাল মিডিয়ায় বেশ সরব থাকেন অর্চিতা স্পর্শিয়া। নিজের ভালো লাগার বিষয়গুলো সবসময়ই ভক্ত-অনুরাগীদের মাঝে শেয়ার করেন। সম্প্রতি এক ফেসবুক পোস্ট দিয়ে আবারও আলোচনায় এলেন ছোটপর্দার গ্ল্যামারাস এই অভিনেত্রী।
কোনও মেয়েকে নিয়ে বাজে কথা বলা পারিবারিক মানুষিক অসুস্থতা উল্লেখ করে তিনি লিখেছেন, ‘যাকে নিয়ে যা ইচ্ছা তা বানিয়ে বলে দিলেই কিছু প্রমান হয় না। না তোহ যাকে ছোট করার চেষ্টা করেন সে ছোট হয়, না তোহ কাউকে ছোট করে আপনি বড় হন।’
ওই পোস্টে তিনি আরো লিখেন, ‘অযথা শুধু নোংরামি ছড়ানো হয়। আর কোনও মেয়েকে নিয়ে বাজে কথা বলা পারিবারিক মানুষিক অসুস্থতা। দেশ, সমাজ এবং আমাদের জীবন চলা উচিত সুস্থ রাজনীতি, সুস্থ মন মানুষিকতা, এবং সুশিক্ষার ওপর।’
সকাল নিউজ/এসএফ

