চলতি অক্টোবরের প্রথম ২৬ দিনে রেমিট্যান্স প্রবাহ বেড়ে দাঁড়িয়েছে ২১৬ কোটি ৬০ লাখ মার্কিন ডলারে। যা গত বছরের একই সময়ের তুলনায় ১১ দশমিক ১ শতাংশ বেশি।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ পরিসংখ্যানে দেখা গেছে, গত বছরের এই সময়ে রেমিট্যান্স এসেছিল ১৯৪ কোটি ৯০ লাখ ডলার।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে ২৬ অক্টোবর পর্যন্ত প্রবাসীরা মোট ৯৭৫ কোটি ২০ লাখ ডলার দেশে পাঠিয়েছেন, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় বেশি- সেই সময়ে রেমিট্যান্সের পরিমাণ ছিল ৮৪৯ কোটি ২০ লাখ ডলার।
সকাল নিউজ/এসএফ

