রাজধানীর মোহাম্মদপুরে এক নারী ও তার মেয়েকে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে। আজ সোমবার সকালে মোহাম্মদপুরের শাহজাহান রোডে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহতরা হলেন-লায়লা আফরোজ (৪৮) এবং তার মেয়ে নাফিসা লাওয়াল বিনতে আজিজ (১৫)।
মোহাম্মদপুর জোনের সহকারী কমিশনার আবদুল্লাহ আল মামুন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে যান। তিনি বলেন, নিহতরা ভবনের ৭ তলায় বসবাস করতেন। গৃহকর্তা আজিজুল ইসলাম সকালে কাজের উদ্দেশে বের হয়ে যান। এরপর দুপুর ১২টার দিকে এসে তিনি স্ত্রী ও মেয়েকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। মেয়ে নাফিসাকে জীবিত অবস্থায় পেলেও হাসপাতালে নেওয়ার পর মারা যায়।
নিহতের এক স্বজন জানান, বাড়ির গৃহকর্মীই তাদের ছুরিকাঘাত করেছে বলে ধারণা তরা হচ্ছে। সকালে ফ্ল্যাটে গিয়ে তিনি দেখেন ঘরের মধ্যে তাদের মরদেহ পড়ে আছে। মরদেহ সোহরাওয়ারর্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানান তিনি।
সকাল নিউজ


