এবার আজানের জন্য নিজের গান থামালেন সনু নিগম। এমন ঘটনায় রীতিমতো প্রশংসায় ভাসছেন উপমহাদেশের জনপ্রিয় এই সংগীতশিল্পী।
মাইকে জোরে আজানের শব্দ নিয়ে একসময় যিনি ঘোর আপত্তি তুলে সমালোচিত হয়েছিলেন, এবার তিনিই তার উল্টোটি করে সবার দৃষ্টিভঙ্গি বদলে দিয়েছেন। ভারতের শ্রীনগরে প্রথমবারের মতো অনুষ্ঠান করতে গিয়েছিলেন এ সংগীতশিল্পী।
সেখান থেকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে, আজান শুরু হবে বলে দুই মিনিটের বিরতি নেন গায়ক। সনু বলেন, আমাকে দয়া করে দুই মিনিট সময় দিন। এখানে এখনই আজান শুরু হবে। এই বলে অনুষ্ঠান বন্ধ রাখেন কিছুক্ষণ।
উপস্থিত দর্শক-শ্রোতা সনুর এই আচরণের যথেষ্ট প্রশংসা করেন। নেটিজেনরাও প্রশংসায় ভাসাচ্ছেন গায়ককে।আজান শেষ হওয়ার পরে ফের অনুষ্ঠান শুরু করেন সনু। শ্রোতারাও তার সুরের মূর্ছনায় ভাসেন।
উল্লেখ্য, ২০১৭ সালে মাইকে আজানের সুর নিয়ে আপত্তি জানিয়েছিলেন সনু। মুম্বাইয়ে সনু যেখানে থাকতেন তার ঠিক সামনেই একটি মসজিদ ছিল। প্রতিদিন ভোরে আজানের শব্দেই ঘুম ভাঙত তার, এমনই দাবি ছিল সনুর। আর সেই আজান নিয়ে বিরক্তি জানাতে গিয়ে সনু লিখেছিলেন, জোর করে এভাবে ধর্মের সশব্দ ঘোষণা এ দেশে কবে বন্ধ হবে? সে সময় তার এমন তীর্যক মন্তব্য ঘিরে বিতর্ক ছড়িয়েছিল। উঠেছিল বয়কটের ডাকও।
সকাল নিউজ/এসএফ

