এবার অভিনেতা হিসেবে আবির্ভূত হতে যাচ্ছেন মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস। জনপ্রিয় ধারাবাহিক ‘কিউ কি সাস ভি কাভি বহু থি’ এর নতুন পর্বে দেখা যাবে তাকে।
সিরিয়িালটির একটি বিশেষ সিকোয়েন্সে তিনি গর্ভবতী নারী ও নবজাতকের স্বাস্থ্য সচেতনতা নিয়ে আলোচকের ভূমিকায় অভিনয় করবেন বলে জানা গেছে। এর আগে আন্তর্জাতিক অঙ্গনে ‘ফ্রাসিয়ার’ এবং ‘দ্য বিগ ব্যাং থিওরি’র মতো জনপ্রিয় অনুষ্ঠানেও দেখা যায় মার্কিন এই ধনকুবকে।
ভারতের একাধিক মিডিয়া থেকে জানা যায়, জনপ্রিয় এই সিরিয়ালে বিল গেটস তিন পর্বের একটি বিশেষ সিকোয়েন্সে ভিডিও কলের মাধ্যমে যুক্ত হবেন। সেখানে তিনি অভিনেত্রী ও রাজনীতিবিদ স্মৃতি ইরানি অভিনীত মূল চরিত্র তুলসি ভিরানির সঙ্গে সামাজিক সমস্যা নিয়ে আলোচনা করবেন।
বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন জনস্বাস্থ্য বিষয়ক বিভিন্ন বিষয় নিয়ে কাজ করে। সিরিয়ালের এই অংশটিতে গর্ভবতী নারী ও নবজাতকের স্বাস্থ্য সচেতনতা বিশেষভাবে তুলে ধরা হবে।
গণমাধ্যম থেকে আরও জানা যায়, এই বিশেষ পর্বটি বিল গেটস এবং স্মৃতি ইরানির মধ্যে একটি ভিডিও কলের মাধ্যমে শেষ হবে এবং এটি প্রায় তিনটি পর্বে চলবে।
বুধবার আন্তর্জাতিক সংবাদমাধ্যমের কাছে এ খবর নিশ্চিত করেন খোদ স্মৃতি ইরানি। তিনি বলেন, দীর্ঘদিন ধরেই এদেশের বিনোদনন দুনিয়ায় নারী ও শিশুদের স্বাস্থ্য কল্যাণমূলক আলোচনা ব্রাত্য থেকেছে। সেই প্রেক্ষিতেই বিগ গেটসকে এই শোয়ে নিয়ে আসা এক যুগান্তকারী পদক্ষেপ।
সকাল নিউজ/এসএফ

