প্রথম ধাপে ফিলিস্তিনিদের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের মুক্তি দেওয়া সাত জিম্মি ইসরায়েলে পৌঁছেছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। আগামী কয়েক ঘণ্টার মধ্যে ২৫০ বন্দি ও গাজা থেকে আটক ১ হাজার ৭০০ ফিলিস্তিনিকে মুক্তি দেওয়া হবে। খবর বিবিসির।
আজ সকাল ৮টার পরে সাত জিম্মিকে আন্তর্জাতিক রেডক্রসের হাতে হস্তান্তর করে ফিলিস্তিনিদের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস। ৭ জিম্মি হলেন- ইতান মোর, গালি বারম্যান, জিভ বারম্যান, মাতান অ্যাগ্রেস্ট, ওমরি মিরান, আলন এহল, গাই গিলবোয়া দালাল।
গত শুক্রবার সশস্ত্র গোষ্ঠী হামাস ইসরাইলের মধ্যে যুদ্ধবিরতির কার্যকর হয়। চুক্তি অনুযায়ী, যুদ্ধবিরতি শুরুর ৭২ ঘণ্টার মধ্যে জিম্মিদের মুক্তি দিতে হবে হামাসকে।
বিবৃতিতে বলা হয়, বর্তমানে দক্ষিণ ইসরায়েলের প্রাথমিক অভ্যর্থনা কেন্দ্রে যাচ্ছেন তারা। সেখানে তাদের পরিবারের সঙ্গে মিলিত হবেন তারা। ইসরায়েলি গণমাধ্যমের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, দখলকৃত পশ্চিম তীরের ওফের কারাগার থেকে বন্দিদের মুক্তি দেওয়ার প্রস্তুতি চলছে। গত শুক্রবার ইসরায়েলের আইন মন্ত্রণালয় মুক্তিপ্রাপ্ত বন্দিদের নাম প্রকাশ করেছে।
যদিও এদের মধ্যে নেই মারওয়ান বারঘৌতি, আহমেদ সাদাতসহ হামাসের দাবি করা সাতজন হাই-প্রোফাইল বন্দি। প্রিয়জনের মুক্তির জন্য ভোর থেকেই অপেক্ষা করছেন বহু ফিলিস্তিনি পরিবার। এদের মধ্যে একশ এর মতো মানুষকে পশ্চিম তীরে ও বাকিদের গাজা ও মিসরে মুক্তি দেওয়া হবে।
সকাল নিউজ/এসএফ