লালমনিরহাটের হাতীবান্ধায় জাতীয়তাবাদী ছাত্রদলে যোগ দিয়েছেন পাঁচ শতাধিক বৈষম্য বিরোধী আন্দোলনের কর্মী ও সাধারাণ শিক্ষার্থী।
আজ সোমবার (৬ অক্টোবর) হাতীবান্ধা উপজেলা ছাত্রদলের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে এ যোগদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সরাসরি অংশগ্রহণকারী ও সাধারণ শিক্ষার্থীদের মধ্যে পাঁচ শতাধিক নেতাকর্মী অনুষ্ঠানিকভাবে ছাত্রদলে যোগদান করেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হাতীবান্ধা উপজেলা ছাত্রদলের আহবায়ক মোঃ রুবেল ইসলাম, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আব্দুলাহ আল নোমানসহ ছাত্রদলের উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মী।
যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় কার্যনির্বাহী কমিটি ও জেলা বিএনপির সদস্য ব্যারিস্টার হাসান রাজিব প্রধান। এ সময় আরও উপস্থিত ছিলেন হাতীবান্ধা উপজেলার বিএনপির আহবায়ক মোশাররফ হোসেন, সদস্য সচিব আফজাল হোসেন,যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।
সকাল নিউজ/এসএফ