লালমনিরহাটের পাটগ্রামে নিখোঁজের একদিন পর পুকুর থেকে উদ্ধার করা হলে বৃদ্ধ আজিজার রহমানের (৬৫) লাশ।
আজ শনিবার (০৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার ৩ নম্বর জগতবেড় ইউনিয়নের মুন্সিটারী এলাকার একটি পুকুরে ওই বৃদ্ধের লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।
ঘটনাস্থলে পৌঁছে পুকুরে ভাসমান অবস্থায় থাকা লাশটি পাটগ্রাম থানা-পুলিশ উদ্ধার করে। আজিজার রহমান ওই এলাকার মৃত আছির উদ্দিনের ছেলে। জানা গেছে, শুক্রবার দুপুরে নিজ বাড়ি থেকে নিখোঁজ ছিলেন তিনি। অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি পরিবার।
পরিবারের সদস্যরা জানায়, গতকাল শুক্রবার দুপুর থেকে নিখোঁজ ছিলেন আজিজার রহমান। তিনি দীর্ঘদিন যাবৎ মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত (ওসি) মিজানুর রহমান বলেন, ‘আজিজার রহমান দীর্ঘদিন যাবত ভারসাম্যহীন ছিলেন। ওই পরিবারের কোনো অভিযোগ না থাকায় পরিবারের নিকট লাশ হস্তান্তর করা হয়।’
সকাল নিউজ/এসএফ