গাজা অভিমুখে ত্রাণ নিয়ে যাত্রা করা গ্লোবাল সুমুদ ফ্লোটিলার বহরে থাকা একটি বাদে সব জাহাজ আটকে দেওয়ার দাবি করেছে ইসরায়েল। বৃহস্পতিবার (২ অক্টোবর) লাইভ প্রতিবেদনে আল জাজিরা এ তথ্য জানিয়েছে।
বহরে মোট ৪৪টি নৌযান ছিল, যেখানে বিভিন্ন দেশের প্রায় ৫০০ জন অংশগ্রহ ছিলেন। তবে একটি জাহাজ এখনও আটক হয়নি। ইসরায়েল হুঁশিয়ারি দিয়ে বলেছে, সেটি যদি অবরোধ ভাঙার চেষ্টা করে তবে সেটিকেও আটক করা হবে।
ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় দাবি করেছে, ‘সক্রিয় যুদ্ধক্ষেত্রে প্রবেশ বা আইনসম্মত নৌ-অবরোধ লঙ্ঘনের চেষ্টা ব্যর্থ করে দেওয়া হয়েছে।’ তারা আরও জানিয়েছে, আটক যাত্রীদের নিরাপদে ইসরায়েলে নিয়ে যাওয়া হচ্ছে এবং পরে ইউরোপে ফেরত পাঠানো হবে।
ফ্লোটিলা ট্র্যাকারের তথ্য অনুযায়ী, গ্লোবাল সুমুদ ফ্লোটিলার ৪৪টি নৌযানের মধ্যে ৪৩টি ইতোমধ্যে নিয়ন্ত্রণে নিয়েছে ইসরায়েল। গত বুধবার রাতে যুদ্ধজাহাজ দিয়ে কয়েকটি আটক করার পর বাকিগুলো আজ বৃহস্পতিবার আটক করা হয়েছে। আটক যাত্রীদের মধ্যে রয়েছেন সুইডেনের জলবায়ু ও অধিকারকর্মী গ্রেটা থুনবার্গ, যিনি আন্তর্জাতিকভাবে পরিচিত।
রয়টার্স জানিয়েছে, আটক জাহাজগুলো ইতোমধ্যে ইসরায়েলের আশদোদ বন্দরে পৌঁছেছে। বন্দরটি অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে মাত্র ২০ কিলোমিটার দূরে। আটক ব্যক্তিদের শিগগিরই প্লেনে ইউরোপে পাঠিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ।
এই বৈশ্বিক মানবিক উদ্যোগে অংশ নিয়েছেন যুক্তরাষ্ট্র, স্পেন, আয়ারল্যান্ড, ফ্রান্স, বেলজিয়ামের নাগরিকসহ ইউরোপীয় পার্লামেন্টের নির্বাচিত প্রতিনিধি, আইনজীবী, চিকিৎসক, সাংবাদিক ও অধিকারকর্মীরা। তথ্যসূত্র: সিএনএন।
গাজা অভিমুখে ত্রাণ নিয়ে যাত্রা করা গ্লোবাল সুমুদ ফ্লোটিলার বহরে ইসরায়েলি বাহিনীর লঙ্ঘনের অভিযোগগুলো জাতিসংঘের আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) পাঠানো হবে বলে জানা গেছে। ত্রাণ বহরের সঙ্গে থাকা আইনজীবীদের বরাতে ভূমধ্যসাগরে অবস্থিত একটি জাহাজে থাকা আল জাজিরার হাসান মাসুদ বৃহস্পতিবার (২ অক্টোবর) এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, নৌবহরে থাকা আইনজীবীরা ইসরায়েলের আন্তর্জাতিক মানবিক ও সামুদ্রিক আইন লঙ্ঘনের ঘটনা নথিভুক্ত করছেন। ইসরায়েলি লঙ্ঘনের অভিযোগগুলো আইসিজেতে পাঠানো হবে।
এদিকে, গাজাগামী গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে ইতালিতে ধর্মঘটের ডাক দিয়েছে বিভিন্ন সংগঠন। শুক্রবার (৩ অক্টোবর) দেশব্যাপী এই ধর্মঘট পালন করা হবে। এমন ঘটনায় বিশ্বব্যাপী সমালোচনার ঝড় বইছে।
তুরস্কের প্রেসিডেন্ট রিসেফ তাইয়েফ এরদোয়ান বৃহস্পতিবার ইসরায়েলের বিরুদ্ধে অভিযোগ তুলে বলেন, গাজায় সহায়তা নিয়ে যাওয়া বহরের ওপর অভিযান চালিয়ে দেশটি আবারও তাদের ‘নৃশংসতা’ প্রমাণ করেছে। তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় বুধবার রাতে ঘটনাটিকে ইসরায়েলের ‘সন্ত্রাসী কার্যক্রম’ আখ্যা দিয়ে নিন্দা জানিয়ে বলে, তারা আশা করছে এই হামলা গাজায় যুদ্ধবিরতি প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করবে না।
সকাল নিউজ/এসএফ