নারী ওয়ানডে বিশ্বকাপে দুর্দান্ত এক জয় দিয়ে দারুণ সূচনা করল বাংলাদেশ। কলম্বোতে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানকে ১১৩ বল হাতে রেখে হারিয়েছে নিগার সুলতানা জ্যোতির দল।
প্রতিপক্ষ পাকিস্তানকে সাত উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে বাঘিনীরা। এটি বিশ্বকাপের ইতিহাসে এটি বাংলাদেশের মেয়েদের দ্বিতীয় জয় হলেও এবারের জয়টি এসেছে একেবারে দাপটের সঙ্গে। প্রথমে বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে পাকিস্তানকে ১২৯ রানে গুটিয়ে দেয় বাংলাদেশ।
এরপর সহজেই রান তাড়া করে তারা। অভিষেক ম্যাচেই দুর্দান্ত ব্যাটিং উপহার দেন রুবাইয়া হায়দার। আত্মবিশ্বাসী ব্যাটিংয়ে তিনি খেলেন অপরাজিত ৫৪ রানের ইনিংস। ৪৪ বলে ২৩ রান করে তাকে যোগ্য সঙ্গ দেন অধিনায়ক নিগার সুলতানা।
এই জুটি তৃতীয় উইকেটে গড়ে তোলে ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়া ৬২ রানের পার্টনারশিপ। সোবহানা মুস্তারী শেষ দিকে চার মেরে ১৮.৫ ওভার হাতে থাকতেই জয় নিশ্চিত করেন। পাকিস্তানের হয়ে রামিন শামিম, ডায়ানা বেগ ও অধিনায়ক ফাতিমা সানা একটি করে উইকেট নেন।
টস জিতে ব্যাট করতে নেমে ব্যাটিং ব্যর্থতায় ভুগে ৩৮.৩ ওভারে অলআউট হয় পাকিস্তান। শুরুতেই মাত্র ২ রানে ওপেনার ওমাইমা সোহেল ও সিদরা আমিনকে সাজঘরে পাঠান মারুফা আক্তার। এরপর মুনিবা আলী (৩৫ বলে ১৭) ও রামিন শামিম (৩৯ বলে ২৩) ৪২ রানের জুটি গড়লেও দুজনের বিদায়ের পর ধসে পড়ে পাকিস্তানের ইনিংস।
অধিনায়ক ফাতিমা সানা ২২, সিদরা নেওয়াজ ১৫ এবং আলিয়া রিয়াজ ১৩ রান করে কিছুটা লড়াই করেন। শেষ দিকে ডায়ানা বেগ অপরাজিত থেকে ১৬ রানের ইনিংস খেলেন।
বাংলাদেশের হয়ে দুর্দান্ত বোলিং করেন স্বর্ণা আক্তার। মাত্র ৫ রান খরচ করে ৩.৩ ওভারে ছিনিয়ে নেন ৩ উইকেট। এ ছাড়া মারুফা আক্তার ও নাহিদা আক্তার নেন দুটি করে উইকেট, আর রাবেয়া খান, ফাহিমা খাতুন ও নিশিতা আক্তার নিশি একটি করে উইকেট শিকার করেন।
এক নজরে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ:
বাংলাদেশের বোলাররা দুর্দান্ত বোলিং করেন। স্বর্ণা আক্তার মাত্র ৩.৩ ওভারে ৫ রান খরচায় ৩ উইকেট নেন। নাহিদা আক্তার ৮ ওভারে ১৯ রান দিয়ে ২ উইকেট তুলে নেন। মারুফা আক্তার নেন ২/৩১ (৭ ওভার), যা তাকে ম্যাচসেরার পুরস্কার এনে দেয়। ফলে ৩৮.৩ ওভারে পাকিস্তান অলআউট হয়ে যায় মাত্র ১২৯ রানে।
নারীদের আত্মবিশ্বাসী ব্যাটিংয়ে টার্গেট তাড়া করতে নেমে শুরুতে ফারজানা হক দ্রুত ফিরে গেলেও (২ রান), চাপ সামলে নেন রুবিয়া হায়দার। রুবিয়া হায়দার ৫৪ রান (৭৭ বল, ৮ চার)* করে অপরাজিত থাকেন। অধিনায়ক নিগার সুলতানা ২৩ রান করে আউট হলেও দলের ভিত গড়ে দেন। শেষদিকে সোবহানা মোস্তারির ঝড়ো ইনিংস (২৪* রান ১৯ বলে, ৬ চার) জয়কে আরও সহজ করে তোলে। ৩১.১ ওভারে মাত্র ৩ উইকেট হারিয়ে ১৩১ রান তুলে জয় নিশ্চিত করে বাংলাদেশ।
সকাল নিউজ/এসএফ