আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গণসংযোগ শুরু করলেন লালমনিরহাট-১ (হাতীবান্ধা-পাটগ্রাম) আসন থেকে স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শিহাব আহমেদ।
আজ মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) হাতীবান্ধা উপজেলার ঘুন্টি বাজার থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে এ গণসংযোগ শুরু করেন তিনি। এ সময় অশাপাশের এলাকায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সাথে কুশল বিনিময় করেন শিহাব আহমেদ। ঘুন্টি বাজার এলাকায় চলমান গণসংযোগ শেষে পাটগ্রামের উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা রয়েছে তার।
জানা গেছে, দীর্ঘদিন র্তুস্ক ও সংযুক্ত আরব আমিরাতে থাকার পর সম্প্রতি দেশে ফেরেন তরুণ উদ্যোক্তা, ব্যবসায়ী ও সমাজসেবক শিহাব আহমেদ। এ উপলক্ষে আজ নিজ নির্বাচনী এলাকায় তাকে স্বাগত জানানোর পাশাপাশি তার আগমনকে স্মরণীয় করে রাখতে উচ্ছ্বসিত হাতীবান্ধা-পাটগ্রামবাসী এক বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রার আয়োজন করে। শোভাযাত্রায় দুই উপজেলার ২০টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ১৮৯টি ওয়ার্ড থেকে অংশগ্রহণ করেন সর্বস্তরের হাজার হাজার মানুষ।
নির্বাচনী অঙ্গীকারে সমাজসেবক শিহাব আহমেদ বলেন, অমি খুব সাধারণ পরিবারের সন্তান। ছোটবেলা থেকে দেখে আসছি লালমনিরহাটের হাতীবান্ধা-পাটগ্রাম যেন দেশের অবহেলিত একটি জনপদ। এখানে উন্নয়নের ছোঁয়া নেই, মানুষের দুঃখ-দুর্দশার শেষ নেই। শিক্ষিত তরুণদের কর্মসংস্থান নেই। সেই উপলব্ধি থেকে এই এলাকাকে উন্নয়নের জনপদ হিসেবে গড়ে তোলার প্রত্যয়ে আমার এই যাত্রা।
তিনি বলেন, এরই মধ্যে এলাকার উন্নয়নে আমি নানামুখী পদক্ষেপ নিয়েছি। অনেক কাজ দৃশ্যমান রয়েছে। উন্নয়নমুখি অগ্রযাত্রার পাশাপাশি আমি ২০৩০ সালের মধ্যে ৫ হাজার তরুণের কর্মসংস্থান এবং ২ হাজার তরুণকে বিদেশে চাকরির সুযোগ করে দিতে চান চাই।
বিভিন্ন কর্মযেজ্ঞের মধ্য দিয়ে নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি করে দুই উপজেলাকে বেকারত্বমুক্ত ঘোষণা করার প্রতিশ্রুতি দেন তিনি।
আসন্ন নির্বাচনে জয়ী হলে হাতীবান্ধা-পাটগ্রামের ২ লাখ ছেলেমেয়েদের বিনামুল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের ব্যবস্থা করবেন বলে আজ হাতীবান্ধায় গণসংযোগকালে প্রতিশ্রুতি ব্যক্ত করেন স্বতন্ত্র প্রার্থী শিহাব আহমেদ।
অন্যদিকে, শিহাব আহমেদের মতো লালমনিরহাট-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার হাসান রাজিব প্রধান এবং বাংলাদেশ জামায়াতের ইসলামীর আনোয়ারুল ইসলাম রাজুসহ অন্য দলের মনোনয়ন প্রত্যাশীরা গণসংযোগ শুরু করেছেন।
প্রসঙ্গত, আগামী ফেব্রুয়ারিতে এবারের জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেই অনুযায়ী জোরেসোরে চলছে সম্ভাব্য প্রার্থীদের নির্বাচনী গণসংযোগ।
সকাল নিউজ/এসএফ