জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন, জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করা, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, বিগত ফ্যাসিস্ট সরকারের জুলুম, নির্যাতন ও গণহত্যার বিচার দৃশ্যমান করা ও স্বৈরাচারের দোসর জাতীয় পার্টিসহ ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করার দাবিতে বিক্ষাভ সমাবেশ করেছে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা জামায়াতে ইসলামী।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেল ৫ টায় পাটগ্রাম টিএন স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত বিক্ষোভ সমাবেশে সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমির হাফেজ শুয়াইব আহমেদ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাটগ্রাম-হাতীবান্ধা আসনের জামায়াতের প্রার্থী আনোয়ারুল ইসলাম রাজু।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- সাবেক জেলা আমীর আতাউর রহমান, সাবেক উপজেলা আমির মাওলানা আবুল কালাম আজাদ, রংপুর মহানগরের সিনিয়র রুকন কাজী একরামুল হক, উপজেলা ইসলামী ছাত্র শিবির পশ্চিমের সভাপতি নূর আলম আযাদী, পূর্বের সভাপতি আলমগীর খোরশেদ, পৌর আমির সোহেল রানা, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আনিসুর রহমান প্রমুখ।
আলোচনা সভা সঞ্চালনা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মনোয়ার হোসেন লিটন। সমাবেশে বক্তারা ৫ দফা দাবি মেনে নির্বাচন দিতে অর্ন্তবর্তী সরকারের কাছে আহ্বান জানান।
সকাল নিউজ/এসএফ