‘ডোন্ট কেয়ার’ স্বভাবের কারণে বরাবরই আলোচনায় থাকেন ভারতীয় বাংলা সিনেমার আলোচিত অভিনেত্রী শ্রীলেখা মিত্র। সোশ্যাল মিডিয়ায় সোজাসাপটা মন্তব্য করে প্রায়ই বিতর্কে জড়ান এই অভিনেত্রী।
সমকালীন নানা বিষয় নিয়ে নিজের মতামত ব্যক্ত করেন শ্রীলেখা। পাশাপাশি ব্যক্তিগত ভালো লাগা-মন্দ লাগা নিয়েও কথা বলতে দেখা যায় তাকে। এসব অনুভূতি প্রকাশ করতে ফেসবুককে বেছে নেন এই অভিনেত্রী।
২৫ সেপ্টেম্বর ছিল শ্রীলেখার বাবার মৃত্যুবার্ষিকী। কিন্তু অজানা কারণে দিনটির কথা বেমালুম ভুলে যান এই অভিনেত্রী। তািই বিষয়টি নিয়ে আফসোসের শেষ নেই তার। সোশ্যাল মিডিয়ায় শ্রীলেখা তার বাবার একটি ছবি পোস্ট করে সে কথাই জানিয়েছেন।
বাবাকে হারানোর পর অর্ধেক মরে গেছেন শ্রীলেখা, এমন মন্তব্য করে এই অভিনেত্রী লেখেন, ‘কী হয়েছে আমার জানি না। ভালো লাগছে না। বাবা, সরি। আমি ভুলিনি তোমায়, কোনো দিনই এই যন্ত্রণা থেকে মুক্তি পাব না। আমি অর্ধেক মরে বেঁচে আছি, তোমার চলে যাবার পর…।’
শ্রীলেখা লেখেন, ‘গতকাল যে ২৫ সেপ্টেম্বর ছিল, তা সারাদিন একবারও মনে পড়ল না। ২৫ সেপ্টেম্বর যে বাবা চলে গেছিল সেটাও ভুলিনি। অথচ কাল যে ২৫ সেপ্টেম্বর একটাবারের জন্যও মনে পড়ল না? ভাই সৌমিক ছবি পাঠাতে মনে পড়ল।’
শ্রীলেখার বাবার নাম সন্তোষ মিত্র। ২০২১ সালে মারা যান তিনি। তার কয়েক বছর আগে মাকে হারিয়েছেন শ্রীলেখা। মা চলে যাওয়ার পর বাবাকে আগলে রাখতেন তিনি। বাবার সঙ্গে বন্ধুর মতো সম্পর্ক ছিল তার।
সকাল নিউজ/এসএফ