টেলিভিশন ও মঞ্চনাটকের দাপুটে অভিনেত্রী মোমেনা চৌধুরীর একক নাটক ‘লাল জমিন’র অসামান্য সাফল্যের পর এবার তিনি নিয়ে এসেছেন নতুন নাটক ‘গোধূলি বেলায়’। আজ (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে রাজধানীর বনানীর ‘যাত্রা বিরতি’ প্রেক্ষাগৃহে মঞ্চস্থ হবে নাটকটি।
মোমেনা চৌধুরী রচিত এ নাটকটি নির্দেশনা দিয়েছেন শামীম সাগর। এটি শূন্যন রেপার্টরি থিয়েটারের পঞ্চম প্রযোজনা।
নাটকটি সম্পর্কে মোমেনা চৌধুরী বলেন, ‘জীবনের এই গোধূলি বেলায় এসে মানুষের আর কোনো চাওয়া-পাওয়া থাকে না। প্রয়োজন হয় শুধু একজন ভালো বন্ধুর, যার সঙ্গে মন খুলে কথা বলা যায়, চোখে চোখ রেখে চায়ের কাপে চুমুক দেয়া যায়।’
তিনি আরো বলেন, ‘সাধারণত নাটক বেইলি রোড কিংবা শিল্পকলায় মঞ্চস্থ হলেও এবার ভিন্ন আঙ্গিকে বনানীর ‘যাত্রা বিরতি’তে আয়োজন করা হচ্ছে। আশা করি, সর্বস্তরের দর্শকদের আন্তরিক সাড়া পাবো।’
এর আগে গত জুনে নিউইয়র্কের জ্যামাইকা আর্টস সেন্টারে নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন হয়। পরে গত ৮ আগস্ট এটি শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে প্রদর্শিত হয়। এটি মোমেনা চৌধুরীর লেখা দ্বিতীয় মঞ্চনাটক।
গল্পে দেখা যাবে, ৫০তম বিবাহবার্ষিকীর দিনে এক মা ফিরে যান স্মৃতির জগতে। জীবনের লুকানো কান্না, বঞ্চনা, লাঞ্ছনা ও নিঃশব্দ প্রতিবাদ উঠে আসে নাটকের মাধ্যমে। প্রেম, সংসার ও মাতৃত্বের আড়ালে চাপা পড়ে থাকা এক নারীর হৃদয়ের বেদনা এতে স্পষ্ট হয়ে ওঠে।
তিনি বলেন, ‘নারীকে ঘিরে থাকা শরীর, সম্মান, স্বপ্ন ও অপমান- এসব প্রশ্ন সামনে আনাই এই নাটকের উদ্দেশ্য। যদি এটি কাউকে তার নীরব প্রতিবাদের ভাষা দিতে পারে, সেটাই হবে আমার সবচেয়ে বড় সাফল্য।’
সকাল নিউজ/এসএফ