লালমনিরহাটের পাটগ্রামে মহাসড়কে গাড়ি থামিয়ে চাঁদাবাজির অপরাধে আব্দুল আজিজ নামে এক ব্যক্তিকে একমাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে পাটগ্রাম উপজেলা পৌরসভার সরকারি জসমুদ্দিন কাজী আব্দুল গণি কলেজ মোড়ে অভিযান চালায় আদালত। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশ।
যানবাহন থামিয়ে চাঁদাবাজি করতে গেলে ঘটনাস্থলে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মির্জারকোট এলাকার মৃত আমির উদ্দিনের ছেলে আব্দুল আজিজকে (৪২) আটক করে ভ্রাম্যমাণ আদালত। এ সময় আদালতের ১৮৬০- এর দণ্ডবিধি ১৮৮ ধারার সরকারি নির্দেশ অমান্য করে মহাসড়কে চলাচলরত গাড়ি থামিয়ে চাঁদাবাজির অপরাধে আব্দুল আজিজকে একমাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করা হয়।
আদালত পরিচালনার সময় পাটগ্রাম থানার উপপুলিশ পরিদর্শক (এসআই) হাসানের নের্তৃত্বে পুলিশের একটি দল সহযোগিতা করেন।
পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক উত্তম কুমার দাশ বলেন, ‘সরকারি আদেশ অমান্য করে মহাসড়কে যানবাহন থামিয়ে চাঁদাবাজির করার অপরাধে এক ব্যক্তিকে কারাদণ্ড দেওয়া হয়েছে। আইন অমান্য করে অপরাধ করার প্রবণতা রোধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলবে।’
সকাল নিউজ/এসএফ