জিততে হলে দারুণ একটা শুরু প্রয়োজন। ইনিংস উদ্বোধনী করতে নেমে শুধু দারুণ শুরুই নয়, দুবাইয়ে রীতিমতো ঝড় তুলেছেন অভিষেক শর্মা-শুবমান গিল। ইনিংসের প্রথম বলেই শাহীন শাহ আফ্রিদিকে ছক্কা হাঁকিয়ে ভারতের ব্যাটিংয়ের শুরুটা করেন অভিষেক।
এরপর একে একে সাইম আইয়ুব-আবরার আহমেদ ও হারিস রউফদেরও শাসন করলেন তিনি। তার সঙ্গে যোগ দিলেন সতীর্থ গিল। দুজনের তাণ্ডবে পাওয়ার প্লেতে বিনা উইকেটে ৬৯ রান তুলে ভারত। চার-ছক্কায় একাকার অভিষেক-গিল। ৯ ওভার শেষ হওয়ার আগেই এক’শ রানের জুটি গড়েন তারা। দুর্দান্ত জুটি গড়ার পথে ২৪ বলে ফিফটি তুলে নেন অভিষেক।
সাইমকে চার মেরে ফিফটি পূর্ণ করেন বাঁহাতি এই ওপেনার। ৫৬ রানের ইনিংসটি সাজান সমান ৪ ছয় ও চারে। অন্যদিকে ৪৪ রানে অপরাজিত আছেন গিল। তার ইনিংসে ছক্কা না থাকলেও চারে মেরেছেন ৮টি।
এমনি জড়ো ব্যাটিংয়ে উড়ন্ত ভারতের কাছে বিপর্যস্ত হলো সালমান আগার দল। প্রতিশোধ আর তাদের নেয়া হলো না। উল্টো টুর্নামেন্টের ফাইনালে যাওয়া স্বপ্নে খেলো বড় এক ধাক্কা। ১৭২ রানের টার্গেট দিলেও পাকিস্তানের বোলারদের নির্বিষ বোলিংয়ে বাজিমাত করেছে ভারত। ৬ উইকেটের বড় জয় নিয়ে মাঠ ছেড়েছে টিম ইন্ডিয়া।
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রবিবার টসে হেরে আগে ব্যাট করতে নেমে শাহিবজাদা ফারহাদের ফিফটিতে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৭১ রান করে পাকিস্তান। জবাবে
অভিষেক শর্মা, শুভমান গিল ও তিলক ভার্মা দারুণ ব্যাটিংয়ে শেষ পর্যন্ত ৭ বল বাকি থাকতেই ৬ উইকেটের জয় পায় ভারত।
এশিয়া কাপের গ্রুপ পর্বের ম্যাচেও ভারতের কাছে কোনো পাত্তাই পায়নি পাকিস্তান। সুপার ফোরের ম্যাচেও সালমান-শাহিনদের নাস্তানাবুদ হতে হয়েছে ভারতীয় ক্রিকেটারদের শৈল্পীক ঝড়ে।
সকাল নিউজ/এসএফ