চলমান যুদ্ধের মধ্যে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে সহযোগিতার দৃশ্যমান একমাত্র ক্ষেত্র হলো সৈন্যদের লাশ প্রত্যাবাসন ও যুদ্ধবন্দী বিনিময়। তারই ধারাবাহিকতায় ইউক্রেনে এক হাজার লাশ পাঠিয়েছে রাশিয়া।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ইউক্রেনীয় সেনাদের এই লাশ পাঠানে হয় বলে জানিয়েছে ইউক্রেনের একটি সরকারি সংস্থা। ইউক্রেনের যুদ্ধবন্দীদের চিকিৎসা সমন্বয় সদর দপ্তর টেলিগ্রামে এক পোস্টে জানিয়েছে, বৃহস্পতিবার প্রত্যাবাসনের পদক্ষেপ নেওয়া হয়েছে। রাশিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, কিয়েভে ফেরত পাঠানো এক হাজার মরদেহ ইউক্রেনীয় সেনাদের।
২০২২ সালে রাশিয়া ইউক্রেনে আক্রমণ শুরু করার পর থেকে উভয় পক্ষের হাজার হাজার সৈন্য নিহত হয়েছে। তবে, কোনো পক্ষই নিয়মিতভাবে নিজেদের সৈন্য হতাহতের তথ্য প্রকাশ করে না। ইউক্রেনের ‘আই ওয়ান্ট টু ফাইন্ড’ প্রকল্পের তথ্যমতে, লাশ বিনিময়ের মধ্যস্থতা করেছে ইন্টারন্যাশনাল রেড ক্রস কমিটি।
সকাল নিউজ/এসএফ