নানান অনিয়মের অভিযোগ আর প্রার্থীদের ভোট বর্জনের ঘোষণা দেয়ার মধ্য দিয়ে বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচন।
এদিন সকাল ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের ২১টি আবাসিক হলে ভোটগ্রহণ শুরু হয়ে শেষ হয় বিকাল পাঁচটায়। অবশ্য এরপরও কিছুটা সময় লাইনে থাকা শিক্ষার্থীরা ভোট দেওয়ার সুযোগ পান।
ভোটগ্রহণ শেষে সন্ধ্যা সাতটা থেকে চলছে টানা ভোট গণনা। সারা রাতই হবে ভোট গণনা কার্যক্রম। কিন্তু তাতেও প্রচুর সময় লাগবে বলে জানা গেছে। তবে, শুক্রবার দুপুরের মধ্যে ভোটের ফল ঘোষণা করা সম্ভব হবে বলে জানিয়েছে জাকসু নির্বাচন কমিশন।
বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে জাকসু নির্বাচন কমিশনের সদস্যসচিব অধ্যাপক এ.কে. এম রাশিদুল সংবাদমাধ্যমকে এ কথা জানিয়ে বলেন, ‘ভোট গণনা করতে আজ সারা রাত লেগে যাবে। আশা করছি কাল (শুক্রবার) দুপুরের মধ্যে ফলাফল ঘোষণা করা সম্ভব হবে।’
তিনি জানান, নির্বাচনে প্রায় ৬৮ শতাংশ শিক্ষার্থী ভোট দিয়েছেন। ভোটগ্রহণ শেষে ২১টি হল থেকে ব্যালট বাক্সগুলো সিনেট হলে নেওয়া হয়। এরপর ভোটগণনা শুরু হয় রাত সোয়া ১০টার দিকে।
এদিকে, নানা অনিয়মের অভিযোগ তুলে ছাত্রদল ছাড়াও আরও চারটি প্যানেলের প্রার্থীরা ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন। তাদের সাথে একাত্মতা প্রকাশ করেছেন আরো কয়েকজন স্বতন্ত্র প্রার্থী।
সকাল নিউজ/এসএফ