বিএনপির ৩১ দফা কর্মসূচি রাষ্ট্র পুনর্গঠনের রোডম্যাপ বলে মন্তব্য করে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব ব্যারিস্টার হাসান রাজিব প্রধান বলেছেন, ‘এখানে ছাত্র, শিক্ষক, শ্রমিক, তাঁতি, কামার, কুমোর, মুচি, জেলে, কৃষকসহ সমাজের সব শ্রেণি-পেশার মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করার কথা বলা হয়েছে।’
সোমবার (৮ সেপ্টেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) লালমনিরহাট (হাতিবান্ধা-পাটগ্রাম) ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে লালমনিরহাট-১ আসনের ফকিরপাড়া ইউনিয়নে অনুষ্ঠিত এক উঠান বৈঠকে তিনি এসবকথা বলেন।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষিত ‘রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা’ বাস্তবায়নের লক্ষ্যকে সামনে রেখে এই বৈঠকের আয়োজন করা হয়।
ফকিরপাড়া ইউনিয়নের রমনীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত এ উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব ব্যারিস্টার হাসান রাজিব বলেন, ‘গত ১৭ বছর ধরে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার আমাদের রাজনীতির মাঠে একঘরে করে রেখেছিল। তারা দিনের ভোট রাতে করে, গণতন্ত্রের কণ্ঠ রোধ করে- দেশের মানুষকে দুঃশাসনের অন্ধকারে ঠেলে দেয়।’
২০২৪ সালের গণ-অভ্যুত্থানের মাধ্যমে জনগণ আওয়ামী লীগ সরকারকে দেশ থেকে বিতাড়িত করেছে উল্লেখ করে তিনি বলেন, ‘এই গণঅভ্যুত্থানের মধ্য দিয়েই বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীনতা অর্জন করেছে।’
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির এ সদস্য আরা বলেন, ‘বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ ,এই বাংলাদেশে প্রথম কৃষি বিপ্লব ঘটান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তিনি ইরি ধান নিয়ে আসেন, যা দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করে।’
তিনি বলেন, ‘জিয়াউর রহমান কৃষকদের জন্য খাল খননের ব্যবস্থা করেন। তাই বিএনপি ক্ষমতায় এলে, কৃষকদের জন্য ‘কৃষি বিমা’ চালু করা হবে। বন্যা, খরা, জলোচ্ছ্বাসে ফসলহানি হলে কৃষকদের ক্ষতিপূরণ দেওয়া হবে, যাতে করে কৃষকরা অর্থনৈতিকভাবে দূর্বল না হয়। শস্য গুদাম নির্মাণ করা হবে, যাতে কৃষকরা উৎপাদিত পণ্য সংরক্ষণ করে বাজারে সঠিক সময়ে বিক্রি করতে পারেন। শর্তহীন কৃষি ঋণ চালু করা হবে। সার, বীজ, কীটনাশকের ওপর কর হ্রাস করা হবে।’
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ‘রাজনৈতিক মা’ হিসেবে অভিহিত করে তিনি বলেন, ‘আমাদের মা-বোনদের জন্য চালু করা হবে ফ্যামিলি কার্ড, যার মাধ্যমে তারা বিভিন্ন সরকারি সেবা সহজে পাবেন। এই কার্ডের মাধ্যমে নারীরা পাবেন, গর্ভবতী ভাতা, বিধবা ভাতা, বয়স্ক ভাতা, চিকিৎসা ও যাতায়াতে বিশেষ সুবিধা। বিএনপি সরকারে এলে যোগ্যতার ভিত্তিতে চাকরি হবে- কাউকে এক টাকাও ঘুষ দিতে হবে না।’
বৈঠকে স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল, সেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন। সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও আলোচনায় উঠে আসে গণতন্ত্র, ন্যায্যতা ও স্বচ্ছ শাসনব্যবস্থার জন্য জনগণের প্রত্যাশা।
সকাল নিউজ/এসএফ