আইন অমান্য করে লালমনিরহাটের পাটগ্রামে নদী থেকে বালু উত্তোলন ও বিক্রির অপরাধে দুই ব্যক্তিকে সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার (০৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩ টায় উপজেলার কুচলিবাড়ী ইউনিয়নের চাত্রারপাড় শিংগিমারী নদী এলাকায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।
এ সময় নদীর পাড় থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রয় করার দায়ে উপজেলার রহমানপুর এলাকার সেলিম আহমেদ (৩২) ও পানবাড়ী এলাকার শাফিউল ইসলামকে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনের ২০১০ অনুযায়ী প্রত্যেককে পনের দিনের বিানাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশ। আদালত পরিচালনার সময় পাটগ্রাম থানার উপপুলিশ পরিদর্শক (এসআই) হাসানের নের্তৃত্বে পুলিশের একটি দল সহযোগিতা করেন।
পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক উত্তম কুমার দাশ বলেন, ‘আইন অমান্য করে এ ধরণের অবৈধ কর্মকাণ্ড বন্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলবে।’
সকাল নিউজ/এসএফ