বলিউডের ব্যস্ত নায়িকা জাহ্নবী কাপুর এবার মাতৃত্ব নিয়ে খোলামেলা কথা বলেছেন। প্রযোজক বনি কাপুর ও প্রয়াত অভিনেত্রী শ্রীদেবীর কন্যা জাহ্নবী জানিয়েছেন, ভবিষ্যতে তিন সন্তানের মা হতে চান তিনি । কিন্তু কেন? তাও অকপটে বলেছেন জনপ্রিয় এ অভিনেত্রী।
সম্প্রতি কপিল শর্মার জনপ্রিয় অনুষ্ঠান দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো-তে অতিথি হয়ে এসেছিলেন জাহ্নবী। সেখানেই তিনি বলেন, ‘আমার মনে হয়, তিনটি সন্তান থাকা ভালো। প্রথমত, তিন আমার জন্য লাকি নম্বর। দ্বিতীয়ত, সব সময় দুই ভাইবোনের মধ্যে ঝগড়া হয়। তখন একজন তৃতীয়জন থাকলে দুজনেই সমর্থন পায়। আমি ভেবেচিন্তেই এই সিদ্ধান্ত নিয়েছি।’
এর আগে অন্য এক সাক্ষাৎকারে জাহ্নবী জানিয়েছিলেন, তিনি অন্ধ্রপ্রদেশের তিরুমালা তিরুপতিতে বিয়ে করতে চান। তাঁর ভাষায়, ’আমি স্বামী-সন্তান নিয়ে তিরুপতিতে থাকব। কলাপাতায় খাব, গোবিন্দের নাম জপ করব। চুলে মোগরার মালা পরব আর মণি রত্নমের গান শুনব।’
জাহ্নবীর গভীর সম্পর্ক রয়েছে তিরুপতির সঙ্গে। ছোটবেলায় মায়ের হাত ধরে নিয়মিত সেখানে যেতেন তিনি। এখনো প্রতি বছর মায়ের জন্মদিনে সেখানে যান, সঙ্গে থাকেন প্রেমিক শিখর পাহাড়িয়া। যদিও বিয়ের বিষয়ে এখনো কোনো পরিকল্পনার কথা জানাননি এই তারকা যুগল।
সকাল নিউজ/এসএফ