কখনো আবেদনময়ী রূপে, কখনো সুন্দর মনের মানুষ হিসেবে কিংবা কখনো রেকর্ড ভাঙা আয় দিয়ে আলোচনায় এসেছেন তিনি। প্রেম-বিচ্ছেদ আর নানা ঘাত–প্রতিঘাত পেরোনো এই জনপ্রিয় নায়িকা ক্যামেরন ডিয়াজের আজ জন্মদিন। বিশেষ দিনে জানুন তার জানা–অজানা কিছু গল্প।
মাত্র ১৫ বছর বয়সে মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করেন ডিয়াজ। সেই সময় থেকেই তিনি অ্যালকোহলের প্রতি আসক্ত হয়ে পড়েন। একবার অতিরিক্ত মদ্যপানে অ্যালকোহল বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছিলেন তিনি। প্রায়ই আঘাত পেয়ে নাক ভাঙার ঘটনাও ঘটে; সার্ফিং আর অ্যালকোহলের কারণে চারবার নাক ভেঙে যায়, যার ফলে সার্জারিও করাতে হয়।
তবে সব বাধা পেরিয়ে তিনি জায়গা করে নেন হলিউডে। ‘দ্য মাস্ক’ দিয়ে অভিষেক হওয়া ডিয়াজ অভিনীত সিনেমাগুলোর আয় তিন বিলিয়ন ডলারের বেশি- যা খুব কম নারী শিল্পীরই কৃতিত্ব। মজার বিষয় হলো, শুটিংয়ে ব্যবহৃত জুতা বা পোশাক তিনি প্রায়ই নিজের জন্য রেখে দিতেন।
ব্যক্তিগত জীবনও কম আলোচিত নয় ডিয়াজ। ক্যারিয়ারের শুরুতে অভিনেতা ম্যাট ডিলনের সঙ্গে প্রেমে জড়ান, তবে বিচ্ছেদও ঘটে। পরে ২০০৩ সালে গায়ক জাস্টিন টিম্বারলেকের সঙ্গে প্রেমের সম্পর্ক প্রকাশ্যে আনেন তিনি, যা চার বছর টিকে। অবশেষে ২০১৫ সালে গিটারিস্ট বেঞ্জি ম্যাডেনকে বিয়ে করেন ক্যামেরন ডিয়াজ।
সকাল নিউজ/এসএফ

