গেল জুলাই মাসে কোনো সিনেমাই যেন দাঁড়াতে পারছিল না মোহিত সুরির ‘সাইয়ারা’র সামনে। ‘সাইয়ারা’ মুক্তির পরই বক্স অফিসে যেন ঝড় ওঠে। সেই ঝড়কে এবার তুড়ি মেরে উড়িয়ে দিয়েছেন দক্ষিণা সুপারস্টার রজনীকান্ত।
১৪ আগস্ট মুক্তি পায় রজনীর বহুল প্রতিক্ষিত ও নির্মাতা লোকেশ কঙ্গরাজ পরিচালিত ‘কুলি’। সমালোচকরা সিনেমাটিকে খুব একটা গুরুত্ব না দিলেও দর্শকরা ঠিক আগের মতোই ভালোবাসা দিয়েছেন রজনীর এ সিনেমাটিকে।
মুক্তির মাত্র ১৪ দিনেই ছবিটি বিশ্বব্যাপী আয় করেছে ৫০১ কোটি রুপি! চলতি বছরের তৃতীয় ভারতীয় ছবি হিসেবে ৫০০ কোটির ক্লাবে প্রবেশ করেছে ‘কুলি’। এর আগে বক্স অফিসে এই মাইলফলক ছুঁয়েছিল ‘ছাবা’ ও ‘সাইয়ারা’। মাত্র ১৪ দিনে ছবিটির নেট আয় দাঁড়িয়েছে ২৬৮.৭৫ কোটি রুপি। তবে ১৪তম দিনে সংগ্রহ ছিল সাড়ে চার কোটি রুপি, ফলে ভারতে ৩০০ কোটির মাইলফলক ছুঁতে কিছুটা সময় লাগবে বলা যায়।
যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ায় রেকর্ড ভাঙা প্রথম সপ্তাহেই উপছেপড়া কাটিয়েছে ‘কুলি’। যদিও দিন দিন আয় কমেছে, তবু আন্তর্জাতিক বাজারে মোট আয় দাঁড়িয়েছে প্রায় ১৮২ কোটি রুপি। ডলারের হিসেবে যা ২১ মিলিয়ন।
গত সপ্তাহেই ‘কুলি’ অতিক্রম করেছে মণি রত্নমের ‘পন্নিইন সেলভান: পার্ট ১’-এর আয় (৪৮৮ কোটি রুপি)। বর্তমানে এটি সর্বকালের সর্বোচ্চ আয় করা ভারতীয় ছবির তালিকায় শীর্ষ ২৫-এ অবস্থান করছে। দক্ষিণা সিনেমার ইতিহাসে ইতিমধ্যেই শীর্ষ ১০-এ জায়গা করে নিয়েছে ছবিটি। এখন লক্ষ্য ‘সাইয়ারা’ (৫৬৮ কোটি), ‘পদ্মাবত’ (৫৮৫ কোটি) ও ‘সঞ্জু’র (৫৮৮ কোটি) আয় ছাড়িয়ে শীর্ষ ২০-এ প্রবেশ করা।
রজনীকান্ত অ্যাকশন-থ্রিলার ঘরানার এই ছবিতে অভিনয় করেছেন এক অবসরপ্রাপ্ত কুলি ও ইউনিয়ন নেতার ভূমিকায়। এতে তিনি বন্ধুর মৃত্যুর পর জড়িয়ে পড়েন অপরাধ চক্রের সঙ্গে। ছবিতে আরও আছেন নাগার্জুনা, শ্রুতি হাসান, সৌবিন শাহির। অতিথি চরিত্রে অভিনয় করেছেন উপেন্দ্র ও আমির খান।
সকাল নিউজ/এসএফ