‘বীর মুক্তিযোদ্ধাদের অপমান করা হচ্ছে’ উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযম ও তার সহযোগীরা যদি জাতির শ্রেষ্ঠ সন্তান হয়, তাহলে বীর মুক্তিযোদ্ধাদের অবস্থানটা কোথায়? এতে বীর মুক্তিযোদ্ধাদের অপমানিত করা হচ্ছে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে দলের পক্ষ থেকে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
জামায়াত ইসলামকে ইঙ্গিত করে মির্জা আব্বাস বলেন, ১৯৪৭ সাল থেকে এই দলটি অদ্যবধি পর্যন্ত কখনো দেশের শান্তি কামনা করেনি। তারা দেশের স্বাধীনতা চায়নি, এখনো তারা দেশের স্বাধীনতা চায় না। তারা চায়, দেশটা একটা বিপাকে পড়ুক, একটা খারাপ অবস্থায় চলে যাক, অশান্তির বাংলাদেশ থাকুক।
চব্বিশ এবং একাত্তরকে মুখোমুখি করা হচ্ছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে বিএনপির এই সিনিয়র নেতা বলেন, ‘একাত্তর এবং চব্বিশ যার যার অবস্থানে স্বমহিমায় বিরাজিত। একাত্তরের সাথে চব্বিশের কোনো তুলনা এবং হওয়ার কোনো সম্ভাবনাও নেই।’
সকাল নিউজ/এসএফ

