সময়ের সাথে সাথে আসন্ন বিশ্বকাপে খেলায় অনিশ্চয়তা বাড়ছে নেইমারের জন্য। ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি স্পষ্ট করেছেন, দলে জায়গা পেতে হলে নেইমারকে হতে হবে শতভাগ ফিট।
সান্তোসে ফেরার পর ইনজুরি–ঝামেলা কাটিয়ে উঠতে না পারা ৩৩ বছর বয়সী এ তারকা ফুটবলারের হাতে সেই ফিটনেস অর্জনের জন্য আছে মাত্র ছয় মাস। কিন্তু সময় যত যাচ্ছে, নেইমারের অবস্থাও তত জটিল হয়ে উঠছে।
ব্রাজিল কোচ আনচেলত্তি অপেক্ষায় আছেন, কিন্তু সতর্কও। তার মন্তব্য, ‘সে আমাদের লম্বা তালিকায় আছে। নিজেকে প্রমাণ করার জন্য তার সামনে ছয় মাস সময় আছে। নিয়মিত খেলতে হবে, ফিট থাকতে হবে। শুধু প্রতিভা দিয়ে এখন আর জায়গা পাওয়া যায় না।’
২৫ নভেম্বর ইন্টারন্যাসিওনালের বিপক্ষে ১–১ গোলে ড্র করে অবনমন অঞ্চলে নেমে গেছে সান্তোস। ম্যাচের আগেই হাঁটুর ব্যথা অনুভব করেন নেইমার, আর সেই ব্যথা সপ্তাহজুড়ে আরও বেড়েছে। সে কারণে দলকে বাইরে রেখে মাঠে নামতে পারেননি তিনি।
৩৫ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে ১৭ নম্বরে থাকা সান্তোসের সামনে অবনমন এড়ানোর লড়াই কঠিন হয়ে গেছে, আর বাকি তিন ম্যাচেও নেইমার নাও থাকতে পারেন বলে জানিয়েছে ব্রাজিলের সংবাদমাধ্যম গ্লোবো। মেনিস্কাস ইনজুরির কারণে তার এবছর আর মাঠে নামা অনিশ্চিত, এতে বিশ্বকাপের স্বপ্নে বড় ধাক্কাই লেগেছে।
আল হিলাল ছেড়ে গত জানুয়ারিতে সান্তোসে ফেরার পর নেইমার খেলেছেন ২৫ ম্যাচ, করেছেন ৭ গোল ও ৩ অ্যাসিস্ট। কিন্তু মাঝেমধ্যেই ইনজুরিতে থেমে গেছে তার গতি। সর্বশেষ ইনজুরি কাটিয়ে মাঠে ফেরার লড়াই শুরু করেছিলেন তিনি, ঠিক তখনই নতুন ধাক্কা।
কোচ হুয়ান পাবলো ভয়ভোদা জানিয়েছেন, মিরাসোলের ম্যাচের আগেই নেইমারের হাঁটুতে অস্বস্তি ছিল, যা ধীরে ধীরে বেড়েছে। তিনি বলেন,’পরিকল্পনা ছিল স্পোর্টের বিপক্ষে তাকে প্রস্তুত রাখা। কিন্তু তার শারীরিক অবস্থার কথা মাথায় রাখতে হবে। সে সবসময় খেলতে চায়, কিন্তু এবার সে জানিয়েছে ম্যাচের চাহিদা পূরণ করতে পারবে না।’
এর সঙ্গে যোগ হয়েছে নেইমারের চুক্তির অনিশ্চয়তা। চলতি বছর শেষে সান্তোসের সঙ্গে তার চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। এখনও চুক্তি নবায়ন নিয়ে ক্লাবের সঙ্গে কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি। ক্লাব সভাপতি মার্সেলো তেইশেইরা জানিয়েছেন, নবায়নের ইচ্ছা থাকলেও সবকিছু নির্ভর করছে নেইমারের সিদ্ধান্ত ও তার শারীরিক সক্ষমতার ওপর।
এদিকে ব্রাজিলিয়ান লিগে ক্রুজেইরো, ফ্লামেঙ্গো ও ভিতোরিয়া এগিয়ে চললেও অবনমন আতঙ্কে কাঁপছে নেইমারের সান্তোস। দলের প্রতিটি ব্যর্থতার সঙ্গে নেইমারের অনুপস্থিতি আরও বেশি করে ধাক্কা দিচ্ছে দলকে।
সকাল নিউজ/এসএফ

