চির বিদায় নিয়েছেন আন্তর্জাতিক চলচ্চিত্রের কিংবদন্তি জার্মান অভিনেতা উডো কিয়ার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর। পথিকৃৎ এ অভিনেতার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন কিয়ারের দীর্ঘদিনের সঙ্গী এবং শিল্পী ডেলবার্ট ম্যাকব্রাইড।
পাঁচ দশকেরও বেশি সময় ধরে অভিনয় জগতকে আলোকিত করেছেন কিয়ার। ১৯৭৩-৭৪ সালে পল মরিসি ও অ্যান্ডি ওয়ারহল-এর বিতর্কিত কিন্তু সাড়া জাগানো ছবি ‘ফ্লেশ ফর ফ্র্যাঙ্কেনস্টাইন’ এবং ‘ব্লাড ফর ড্রাকুলা’-তে অভিনয়ের মাধ্যমে উডো কিয়ার আন্তর্জাতিক খ্যাতি ও জনপ্রিয়তার শীর্ষে পৌঁছান।
সত্তর ও আশির দশকে ইউরোপীয় সিনেমায় তিনি প্রায় স্থায়ী মুখ হয়ে ওঠেন। জার্মান অট্যুর রেইনার ভার্নার ফাসবিন্ডারের সঙ্গে তিনি ‘দ্য স্টেশনমাস্টার’স ওয়াইফ’, ‘দ্য থার্ড জেনারেশন’ এবং ‘লিলি মার্লিন’-এর মতো কালজয়ী কাজগুলোতে যুক্ত হন।
কিয়ারের অভিনয় দক্ষতার মূল বৈশিষ্ট্য ছিল- তিনি সিরিয়াসনেস বা গভীরতাকে অদ্ভুত রকমের আইরনি বা ব্যঙ্গাত্মকতার সঙ্গে এমনভাবে মিশিয়ে দিতেন, যা কেবল তার পক্ষেই সম্ভব ছিল। এমনকি নব্বইয়ের দশকের শুরুতে বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পরিচালক গাস ভ্যান সেন্টের সঙ্গে দেখা হওয়ার মধ্য দিয়ে কিয়ারের কর্মজীবনের নতুন এক অধ্যায় শুরু হয়।
ভ্যান সেন্ট তাকে ‘মাই প্রাইভেট ইডাহো’ ছবিতে হলিউডের তারকা কিয়ানু রিভস ও রিভার ফিনিক্সের সঙ্গে অভিনয়ের সুযোগ দেন। এর মাধ্যমে সবাই তাকে চিনতে শুরু করে। বিশেষ করে আমেরিকার দর্শকরা।
সকাল নিউজ/এসএফ

