রাজধানীর সবচাইতে দ্রুতগামী পরিবহন মেট্রোরেলে মিলল মাদক। গণপরিবহনের অন্যতম এ মাধ্যমকে মাদক পাচারের রুট হিসেবে বেছে নেয় একটি চক্র। সোমবার বিকেলে শেওড়াপাড়া স্টেশন থেকে ৮ কেজি গাঁজাসহ এক নারী ও এক পুরুষকে আটক করেছে এমআরটি পুলিশ।
সোমবার (২৪ নভেম্বর) বিকেল ৪টার দিকে স্টেশনে প্রবেশের সময় তাদের বড় ব্যাগ তল্লাশি করে এই মাদক উদ্ধার করা হয়।
এমআরটি পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু আশরাফ সিদ্দিকী জানান, আটককৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন যে, তারা এর আগেও দুবার মেট্রোরেলে করে সফলভাবে গাঁজা পরিবহন করেছিলেন। এবার তারা শেওড়াপাড়া থেকে মতিঝিল যাওয়ার পরিকল্পনা করেছিলেন।
এমআরটি পুলিশের পুলিশ সুপার আক্তার কানিজ হোসেন জাহান এ বিষয়ে বলেন, ‘আটককৃতদের কাফরুল থানায় হস্তান্তর করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।’
সাম্প্রতিক সময়ে নিরাপত্তা জোরদার করায় এই চালানটি ধরা পড়েছে বলে জানান তিনি।
সকাল নিউজ/এসএফ

